আবারও বাংলাদেশের ওপর প্রবেশ নিষেধাজ্ঞা দিল ইতালি

করোনা ভাইরাস পরিস্থিতির অবনতি হওয়ায় ভারত ও বাংলাদেশ থেকে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইতালি সরকার।

জানা গেছে, ২১৪ জন যাত্রী নিয়ে ভারত থেকে একটি ফ্লাইট ইতালি গেলে সেখানে ৫০ জন করোনা আক্রান্ত যাত্রী পাওয়া যায়।

এরপর দেশটির স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পেরাঞ্জা ঘোষণা দেন, ১৪ দিনের মধ্যে বাংলাদেশ কিংবা ভারতে ভ্রমণ করেছেন, এমন কেউ ইতালিতে প্রবেশ করতে পারবেন না। আগামী ১২ মে পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।