আবারও বাড়ছে ডিমের দাম

সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে আবারও বাড়ছে ডিমের দাম। আজ শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় গিয়ে এ টিত্র দেখা গেছে। বাজারে গিয়ে দেখা গেছে, ডজনে ডিমের দাম বেড়েছে ১০ টাকা। বেশিরভাগ ব্যবসায়ী ডিমের ডজন বিক্রি করছেন ১৩০ টাকা। এক সপ্তাহ আগে ডিমের ডজন ছিল ১২০ টাকা।

বাজারে ডিমের দাম বাড়লেও কমেছে পেঁয়াজের দাম। দেশি পেঁয়াজ বাজারে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা দরে। এক সপ্তাহ আগে পেঁয়াজের কেজি ছিল ৪৫ থেকে ৫০ টাকা। আর পাইকারিতে পেঁয়াজের কেজি ৩০ টাকায়ও বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগে পাইকারিতে পেঁয়াজের কেজি ৩৫ টাকার ওপরে ছিল। এ ছাড়া, কাঁচা মরিচের দামে কোনো পরিবর্তন আসেনি। গত সপ্তাহের মতো বেশিরভাগ ব্যবসায়ী এক পোয়া (২৫০ গ্রাম) কাঁচা মরিচ ১৫ টাকায় বিক্রি করছেন। আর এক কেজি কাঁচা মরিচ বিক্রি করছেন ৪০ থেকে ৫০ টাকা।