আবারও হুমকির মুখে যুক্তরাষ্ট্রের অর্থনীতি

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণের শঙ্কায় ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব পড়েছে। এর পাশাপাশি দেশটির অর্থনীতিও হুমকির মুখে পড়তে পারে বলে ভবিষ্যদ্বাণী করেছেন দেশটির ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরম পয়েল।

যদিও এখন পর্যন্ত ওমিক্রনের সংক্রমণ কতটা ভয়াবহ হতে পারে সে ব্যাপারে নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না। তবে এতটুকু সহজেই ধারণা করা যাচ্ছে ওমিক্রনের প্রভাবে করোনা মহামারি আরও দীর্ঘতর হতে যাচ্ছে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরম পয়েল ব্যাংকিং সিনেট কমিটিকে দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘সম্প্রতি করোনার নতুন ভ্যারিয়েন্টে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ঝুঁকির মধ্যে রয়েছে। এর ফলে নতুন করে আবার দেশটিতে বেকারত্বের হার বৃদ্ধি পেতে পারে। এছাড়াও মহামারির প্রভাবে দেখা দিতে পারে মারাত্মক মুদ্রাস্ফীতি।’

চলতি সপ্তাহের শুক্রবার (২৬ নভেম্বর) ইউরোপে ওমিক্রনের সংক্রমণের খবর ছড়িয়ে পড়লে যুক্তরাষ্ট্রে ওয়াল স্ট্রিটে শেয়ার বিক্রির ধুম পড়ে যায়। এতে করে দেশটির শেয়ারবাজার হঠাৎ করে নিম্নমুখী হতে শুরু করে।

সোমবার (২৯ নভেম্বর) দেশটির শেয়ারবাজারে চাঙ্গাভাব বাজায় থাকলেও আশু সংকটকে সামনে রেখে পয়েল তার বিবৃতিতে জানান, ডেলটা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার সময়ে যুক্তরাষ্ট্রের অর্থনীতি থমকে ছিল। মানুষ রাস্তায় বের হওয়া, শপিং এ যাওয়া এবং বিদেশ ভ্রমণ থেকে নিজেদের বিরত রেখেছিল। এবারে একই ঘটনা পুনরাবৃত্তি হলে দেশটির অর্থনীতিতে বিপত্তি দেখা দিবে বলে জানিয়েছেন জেরম পয়েল।

ডেলটা ভ্যারিয়েন্ট পরবর্তী সময়ে বিগত কয়েকমাসে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছিল ৫ শতাংশ। সেপ্টেম্বরে ভাইরাসের প্রকোপ কমার সাথে সাথে বেকারত্বের হার কমে ৪ দশমিক ৬ শতাংশে নেমে আসে।