আমরা সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ

ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুক্রবার ভারতে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ৪ দিনের সরকারি সফরে অপরাহ্নে নয়াদিল্লি  পৌঁছলে বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই সংবর্ধনা দেওয়া হয়।

শেখ হাসিনা দিল্লিতে পৌঁছানোর পর দুটি টুইট করেছেন নরেন্দ্র মোদি। এর একটি টুইটে তিনি বলেন, ‘ভারতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় সফরে তাকে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত।’

অপর টুইটে মোদি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমি দুই জাতির সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ।’

শুক্রবার সকাল ১০টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৭৭ আকাশ প্রদীপ প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নয়া দিল্লির পালাম বিমান ঘাঁটির উদ্দেশ্যে রওনা হয়। ঘণ্টা দেড়েক পর দিল্লি পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে স্বাগত জানান। এ সময় মোদি সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিরা উপস্থিত ছিলেন।