আমরা স্বাধীনতা-সার্বভৌমত্বের পক্ষে আছি, আমরা গণতন্ত্রের পক্ষে আছি

জ্যেষ্ঠ প্রতিবেদক : সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে ঢাকা মহানগর বিএনপির কার্যালয় ‘ভাসানী ভবনে’ এক সাংগঠনিক সভায় তিনি বলেন, ‘দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের যে রাজনীতি তার প্রতীক হচ্ছে বেগম খালেদা জিয়া। তাকে যদি রাজনীতি থেকে সরানো যায় তাহলে তাদের (ক্ষমতাসীনদের) সুবিধা। সেজন্য তারা মিথ্যা মামলা দিয়েছে তাতে মিথ্যা ছাড়া কিছুই নেই। উদ্দেশ্য একটাই, বেগম জিয়াকে যদি কোনোমতে আটকানো যায়, তাকে যদি রাজনীতি থেকে দূরে সরানো যায় তাহলে রাস্তা পরিষ্কার।’ সরকার ‘মিথ্যা মামলায়’ সাজা দিয়ে খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরাতে চায় অভিযোগ করে এর বিরুদ্ধে ‘গণসুনামি’ তৈরির আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

‘আজকে আমাদের লক্ষ্য হবে জনগণের সুনামি সৃষ্টি করা। সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে’ বলেন মির্জা ফখরুল।

তিনি আরো বলেন, ‘আমরা জনগণের পক্ষে আছি, আমরা স্বাধীনতা-সার্বভৌমত্বের পক্ষে আছি, আমরা গণতন্ত্রের পক্ষে আছি। আমাদের নেত্রী সেই গণতন্ত্রকে রক্ষা করছেন। সারাটা জীবন তিনি লড়াই করেছেন গণতন্ত্রের জন্য। সংগ্রাম করছেন এখনো।’

‘মিথ্যা মামলায় খালেদা জিয়াকে পরাজিত করা যাবে না’ উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা স্পষ্ট করে বলতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কোনোদিন পরাজিত হবেন না, তাকে কোনোমতেই পরাজিত করা যাবে না।’

‘দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আটকিয়ে রেখেছিল ১/১১ সরকার এক বছর। আটকে রাখতে পেরেছি কি? পারেনি। আওয়ামী লীগ বার বার চেষ্টা করেছে বিএনপিকে ধ্বংস করে দেওয়ার জন্য, ধবংস করতে পেরেছে কি? পারেনি। খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি টিকে থাকবে, টিকে আছে এবং সামনের দিকে আরো শক্তিশালী হবে’, বলেন তিনি।

বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে খালেদা জিয়ার রায়ের তারিখ ঘোষণার পরিপ্রেক্ষিতে এই সাংগঠনিক সভা হয়।

দেশে পরিবর্তন আনতে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এই দানব সরকারকে সরাতে হবে। না হলে দেশের মানুষের মৃত্যু হবে। সেজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা বুড়ো হয়ে গেছি, বয়স হয়ে গেছে। সারাটা জীবন আন্দোলন-সংগ্রামের মধ্যে আছি, কখনো সরে যাইনি। আপনারা যারা তরুণ আছেন, সময় আপনাদের। পরিবর্তন আপনাদেরই আনতে হবে।’

দক্ষিণের সভাপতি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারের পরিচালনায় আলোচনা সভায় মহানগর দক্ষিণের সিনিয়র সহ-সভাপতি শামসুল হুদা, সহ-সভাপতি নবী উল্লাহ নবী, কেন্দ্রীয় নেতা হাবিবুর রশীদ হাবিব, তানভীর আহমেদ রবিন, রফিকুল ইসলাম রবিন, যুবদল দক্ষিণের গোলাম মাওলা শাহিন, মহিলা দলের রাজিয়া আলীম, স্বেচ্ছাসেবক দক্ষিণের এস এম জিলানী, নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।