আমলারা যথেষ্ট আন্তরিকতার সাথে কাজ করছেন

সংসদ প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমলারা যথেষ্ট আন্তরিকতার সাথে কাজ করছেন। তারা আন্তরিকতার সাথে কাজ করছেন বলেই আমরা এই সাফল্য আনতে পারছি।

বুধবার বিকেলে দশম জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য রুস্তম আলী ফরাজীর সম্পূরক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা শুধু পরিকল্পনা নিয়ে বসে থাকি না। প্রতিটি পরিকল্পনা যাতে সুষ্ঠভাবে বাস্তবায়ন হয় তার জন্য যথোযথভাবে পরিকল্পনা প্রণয়ন করে গ্রহণ করছি। শুধু গ্রহণ না, সেগুলো বাস্তবায়ন হচ্ছে কি না, তার জন্যও প্রতিনিয়ত তদারকি করছি।’

সংসদ নেতা শেখ হাসিনা বলেন, ‘আমলতান্ত্রিক জলিটতা বলতে একটা কথা অতীতে খুব বেশী প্রচলিত ছিল। তবে এখন আমরা অন্তত এইটুকু বলতে পারি, আমাদের সময় আমরা দেখেছি, আমলা বলতে যাদের বোঝানো হয়, যারা আমাদের সকল পরিকল্পপনা বাস্তবায়নের মূল শক্তি হিসেবে কাজ করেন, তারা এখন যথেষ্ট আন্তরিকতার সাথে কাজ করছেন।’

তিনি বলেন, ‘যথাযথভাবে যাতে তাদের নিয়োগ হয়। তারা যাতে কাজগুলো নিজের মনে করেন সেজন্য একটা মানসিকতা তৈরি করা একান্ত প্রয়োজন। আমি মনে করি, আমরা এটা অনেক ক্ষেত্রে করতে পেরেছি এবং বাস্তবায়ন করে যাচ্ছি।

আর সুশাসনের ব্যাপারটা এমন একটি শব্দ যেটা নির্ভর করে ব্যক্তি বিশেষের দৃষ্টি ভঙ্গির উপর। ১৯৭৫ সালে জাতির জনকের হত্যাকা-ের পর থেকে বাংলাদেশে একের পরে এক যে ঘটনা ঘটেছে তারপরও আওয়ামী লীগ সরকার আসার পর থেকে আমরা দেশকে সাফল্যের সাথে এগিয়ে নিয়ে যাচ্ছি। এখানে যদি সুশাসন প্রতিষ্ঠা না হত তাহলে এটা করা কখনো সম্ভব হতো না।’

তিনি আরো বলেন, ‘আমরা ২০০৯ সালে সরকার গঠন করার পর থেকে এই আট বছর পর্যন্ত আমাদের অনেক ঝড় ঝাপটার মধ্য দিয়ে যেতে হয়েছে। বিএনপি-জামায়াত জোট অগ্নি-সন্ত্রাস, জ্বালাও-পোড়াও, মানুষ খুনসহ নানা ধরনের ঘটনা ঘটিয়েছে। কিন্তু আমরা তা দক্ষতার সাথে মোকাবিলা করে অর্থনৈতিক উন্নয়নের গতি অব্যাহতভাবে ধরে রাখতে সক্ষম হয়েছি।

কাজেই সুশাসন যে আছে, এখান থেকেই এটা প্রমাণ হয়। আমরা এ ব্যাপারে যথেষ্ট সচেতন ও সজাগ আছি। আমরা যে লক্ষ্যটা স্থির করেছি ইনশাআল্লাহ তা অর্জন করতে পারব। এই বিশ্বাস আমার আছে।’