” আমি দীপিকা পাড়ুকোন অথবা প্রিয়াঙ্কা চোপড়াকে চাই”

বিনোদন ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের খেলোয়াড় আন্দ্রে রাসেল। নিষেধাজ্ঞার কারণে এক বছর ক্রিকেট থেকে বিরত রয়েছেন তিনি। ফলে এবার আইপিএল আসরেও দেখা যাচ্ছে না তাকে।

তবে এবার গায়ক হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করতে চলেছেন ২৮ বছর বয়সি এ ক্রিকেটার। এ বিষয়ে লস অ্যাঞ্জেলেসের ভেনাস এন্টারটেইনমেন্ট গ্রুপের সঙ্গে চুক্তিও করেছেন রাসেল। শুধু তাই নয়, গানের বিষয়ে সতীর্থ খেলোয়াড় ডোয়াইন ব্রাভোর কাছে গানের তালিমও নিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে রাসেল বলেন, ‘ক্রিকেট সব সময় আমার প্রথম পছন্দ, তবে আমি গান গাইতে এবং নাচতে পছন্দ করি। আমরা জ্যামাইকানরা গান ভালোবাসি, এটি আমাদের রক্তে রয়েছে।’

শিগগির লস অ্যাঞ্জেলেসের জেমিনি মিউজিকের প্রযোজনায় একটি একক ভিডিওর শুটিং শুরু করবেন রাসেল। এ প্রযোজনা প্রতিষ্ঠানের আগে জাস্টিন বিবারের ‘স্যরি’ গানের সঙ্গে সম্পৃক্ত ছিল।

‘বিবার যে স্টুডিওতে গান রেকর্ড করেছিলেন আমিও একই স্টুডিওতে গান রেকর্ড করেছি। খুব শিগগির ইন্ডিয়াতে যাব, দেখা যাক কোনো বলিউড অভিনেত্রীকে ভিডিওতে নেয়া যায় কিনা। আমি এতে দীপিকা পাড়ুকোন অথবা প্রিয়াঙ্কা চোপড়াকে নিতে চাই। যেহেতু আমি বর্তমানে ক্রিকেট খেলছি না আমার সময়গুলো গঠনমূলক কাজে ব্যয় করতে চাই। এ কারণেই আমি একটি মিউজিক ভিডিও করতে চাইছি।’

গত জানুয়ারিতে ডোপিং আইন লঙ্ঘন করায় এক বছরের নিষেধাজ্ঞা পান রাসেল। সম্প্রতি নিউ ইয়র্কে বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াতের সঙ্গে দেখা হয় তার। তারা অনেকক্ষণ গল্পও করেন বলে জানা গেছে।

এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘মল্লিকা যখন জানতে পেরেছেন রাসেল বলিউডে কাজ করতে চান, তখন এ অভিনেত্রী তাকে হিন্দি শিখতে পরামর্শ দেন। দুজন কয়েক ঘণ্টা একসঙ্গে গল্পও করেছেন। এমনকি তারা যদি কোনো হিন্দি সিনেমায় একসঙ্গে অভিনয় করেন তবু আশ্চর্য হওয়ার কিছু নেই।’