আমেরিকায় ইন্টারনেটের সাধারণ স্পিড ১ জিবিপিএস

ভারতে গড় ইন্টারনেট স্পিড একেবারেই কম। দেশের গড় ইন্টারনেট স্পিড এখন ১ এমবিপিএস। অর্থাৎ প্রতি সেকেন্ডে ১ এমবি আপলোড-ডাউনলোড ক্ষমতা।

সেখানে এই ভারতেরই একটি গ্রাম রয়েছে যেখানে ইন্টারনেট স্পিড ১ জিবিপিএস। আমেরিকায় গুগ্‌ল ফাইবার অপটিকালের মাধ্যমে ১ জিবিপিএস ইন্টারনেট স্পিড সরবরাহ করে। অথচ এদেশে গুগ্‌ল ছাড়াই একই গতির ইন্টারনেট রয়েছে দক্ষিণ ভারতের একটি গ্রামে।

কেরলের কোচির একটি গ্রামে ২০১২ সালে এই পরিষেবার উদ্বোধন করেন রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী ওমেন চান্ডি। কালামেসেরি গ্রামে পিপিপি মডেলে তৈরি হয় ওই স্টার্টআপ ভিলেজ। ১০ বছরের মধ্যে এখানে ১ হাজার স্টার্টআপ কোম্পানি তৈরির লক্ষ্য নেওয়া হয়। ইতিমধ্যেই ওই গ্রামে ৭০০-র বেশি স্টার্টআপ কোম্পানি রয়েছে। মূলত টেলিকম শিল্পের স্টার্টআপ কোম্পানি গড়াই এই উদ্যোগের লক্ষ্য ছিল।