আম্পায়ার নাদির শাহ আর নেই

মারা গেছেন দীর্ঘ দিন ধরে ক্যান্সারে আক্রান্ত আম্পায়ার নাদির শাহ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।

বৃহস্পতিবার রাত সাড়ে ৩টায় দিকে মারা গেছেন এই আম্পায়ার। নাদির শাহর বড় ভাই জাহাঙ্গীর শাহ গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এ খবর। শুক্রবার (১০ সেপ্টেম্বর) জুমার পর তার জানাজা অনুষ্ঠিত হবে।

ক্যানসারে আক্রান্ত আম্পায়ার নাদির শাহ অত্যন্ত দুর্বল হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। ডাক্তারদের পরামর্শ মেনে কয়েক মাস স্বাভাবিক ছিলেন তিনি। এমনকি ডাক্তাররা তাকে আম্পায়ারিংয়ে ফেরার জন্য পরামর্শও দিয়েছিলেন। কিন্তু হঠাৎ করে খাওয়াদাওয়া কমিয়ে দেন তিনি। এতে শরীরে প্রোটিনের পরিমাণ কমে যায়।

২০১৯ সালের অক্টোবরে জাতীয় লিগের ম্যাচ পরিচালনা করার সময় মাঠেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি, ধরা পড়ে ক্যানসার।

এরপর থেকেই চলে চিকিৎসা, যদিও তা নিরাময়যোগ্য অবস্থায় ছিল না। হুইলচেয়ারে করে সময় কাটছিল তার। কিছুদিন আগে সুস্থ হওয়ার বার্তা দিয়ে জানিয়েছিলেন ফের আম্পায়ারিংয়ে ফিরতে চান। কিন্তু নাদির শাহর শরীর ধীরে ধীরে অবনতির দিকে যেতে থাকে। ক্যানসারের পাশাপাশি তার শরীরে আরও নানাবিদ সমস্যা দেখা দেয়। আইসিসির এই প্যানেল আম্পায়ারের চিকিৎসা হয়েছে যুক্তরাষ্ট্র, ভারত ও দেশে। গত কয়েক মাসে বার তিনেক বিশেষায়িত হাসপাতালে ভর্তিও ছিলেন।