আরো পাঁচজন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে বৈঠকে বসবে সার্চ কমিটি

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশন পুনর্গঠনের লক্ষ্যে দেশের ১২ জন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে বৈঠকের পর আরো পাঁচজন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে বৈঠকে বসবে সার্চ কমিটি।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, আগামী ১ ফেব্রুয়ারি বেলা ১১টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে পাঁচ বিশিষ্ট ব্যক্তির সঙ্গে বৈঠক হবে।

বিশিষ্ট এই পাঁচ ব্যক্তি হলেন- প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার আবু হেনা, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারোয়ার, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম ও নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রশিদ।

১২ বিশিষ্ট ব্যক্তির সঙ্গে বৈঠক শেষে মোহাম্মদ শফিউল আলম জানান, সার্চ কমিটির কাছে রাজনৈতিক দলগুলোর নাম জমা দেওয়ার সময়সীমা আগামীকাল ১১টা থেকে বাড়িয়ে বিকেল ৩টা পর্যন্ত করা হয়েছে।

এ পর্যন্ত কোনো রাজনৈতিক দল সার্চ কমিটির কাছে কোনো নামের তালিকা জমা দেয়নি বলেও জানান মোহাম্মদ শফিউল আলম।