আলোচনায় নির্বাচন প্রক্রিয়া ঠিক করার আহ্বান বিএনপির

জ্যেষ্ঠ প্রতিবেদক : একাদশতম জাতীয় সংসদ নির্বাচন কোন পদ্ধতিতে হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে তা ঠিক করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি।

রাজনৈতিক দলগুলোকে আগামী নির্বাচনের অংশগ্রহণের আহ্বান জানিয়ে জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়ার বক্তব্যের পরিপ্রেক্ষিতে শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করা বিএনপি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আয়োজনের জন্য দাবি জানিয়ে আসলেও এখন সেই অবস্থান থেকে সরে এসে একটি ‘সহায়ক সরকার’ চাইছে। দলটি বলছে, সেটিও নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকার। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ বলছে, সংবিধান অনুযায়ীই আগামী জাতীয় নির্বাচনও বর্তমান সরকারের অধীনেই হবে।

এই পরিস্থিতিতে সরকারের টানা দ্বিতীয় মেয়াদের তৃতীয় বর্ষপূর্তিতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে অংশ নিতে বলেন।

তিনি বলেন, ‘আমরা আশা করি সব রাজনৈতিক দল রাষ্ট্রপতির গঠিত নির্বাচন কমিশনের (ইসি) ওপর আস্থা রাখবেন। সংবিধান অনুযায়ী নির্বাচনে অংশ নেবেন এবং দেশে গণতান্ত্রিক ধারাকে সমুন্নত রাখতে সহায়তা করবেন।’

মির্জা ফখরুল বলেন, ‘আমরা তো নির্বাচন অংশ নিতে চাই। কারণ আমরা বিশ্বাস করি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই জনগণের প্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা হতে পারে।’

‘সেজন্য বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির কারণে নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ একটি সহায়ক সরকারের অধীনে একটি নিরপেক্ষ, সাহসী, যোগ্য নির্বাচন কমিশনের পরিচালনায় সব দলের অংশগ্রহণের মাধ্যমে একটি নির্বাচন’, বলেন তিনি।

নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে ‘বিরোধীদল নির্মূলের পথ’ থেকে সরে আসার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘সব রাজনৈতিক নেতৃবৃন্দকে মুক্তি দিতে হবে। মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। সভা, মিছিল, সমাবেশ করার সমান সুযোগ দিতে হবে। গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে। এক কথায় একটি প্রকৃত গণতান্ত্রিক পরিবেশ, রাজনীতিকে তার স্বাভাবিক চলার পথে চলতে দিতে হবে।’

‘আমরা এখনও আশা করি, প্রধানমন্ত্রী গণতন্ত্র ধ্বংস করার একদলীয় শাসন প্রবর্তনের ভয়ঙ্কর রাস্তা থেকে সরে গিয়ে গণতন্ত্রের মুক্ত পথে চলবেন। জনগণের আশা-আকাঙ্খা পূরণ করবার জন্য বিরোধীদলগুলোর সঙ্গে আলোচনা করে আগামী নির্বাচন এবং রাজনীতির গতিপথ নির্ধারণ করবেন। নতুন আশার আলো দেখাবেন। অন্যথায় জনগণের কাছে তাকে জবাবদিহি করতে হবে’, বলেন বিএনপির মুখপাত্র।

প্রধানমন্ত্রী জাতিকে ভ্রান্ত তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন বলে অভিযোগ করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তার ভাষণে এমনভাবে চিত্রায়িত করেছেন যে সকল উন্নয়ন তার দুই দফার সরকারের ৮ বৎসরেই হয়েছে। যা সঠিক নয়। অর্থনৈতিক উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া। দ্রুত সময়ের মধ্যে দারিদ্র্য বিমোচন, মিলেনিয়াম ডেভেলপমেন্ট লক্ষ মাত্রা অর্জন, জীবনযাত্রার মান উন্নয়ন, দুর্বল জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা বলয় গড়ে তোলা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার কাজগুলো কোনো একটি বিশেষ সরকারের একক প্রচেষ্টার ফসল নয়। প্রধানমন্ত্রীর দাবি তাই অনৈতিক এবং শুধুমাত্র আত্মতুষ্টির প্রচেষ্টা।’

আওয়ামী লীগ সরকারের গত ৮ বৎসরে ধনী আরো ধনী, গরীব আরো গবীব হয়েছে মন্তব্য করে ফখরুল বলেন, ‘নজীরবিহীন দলীয়করণ, প্রশাসন ও অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দুর্বল ও ক্ষয়িষ্ণু করেছে। জবাবদিহিতার অভাব, অকার্যকর পালার্মেন্ট দুর্নীতিকে লাগামহীন পর্যায়ে নিয়ে গেছে। রাজনৈতিক হস্তক্ষেপে অর্থিক প্রতিষ্ঠানগুলো প্রায় ধ্বংসের মুখে।’

সরকার বাংলাদেশের অর্থনীতিকে ভেতরে ভেতরে অন্তঃসার শূন্য করে ফেলছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, ‘শুধুমাত্র আর এম জি সেক্টরের আয় ও রেমিট্যান্সের কারণে যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়লেই অর্থনীতি চাঙ্গা হয় না।’

তিনি বলেন, ‘দেশে সত্যিকার বিনিয়োগ অর্থাৎ ম্যানুফ্যাকচারিং শিল্পে বিনিয়োগের জন্য মূলধনী যন্ত্রপাতি আমদানি কত পরিমাণ বেড়েছে না কমেছে সেটা দেখা অত্যন্ত জরুরি। কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে কিনা তাও দেখতে হবে। সাপ্লায়ার্স ক্রেডিটে বিদেশি বিনিয়োগ কোন ক্ষেত্রে কিভাবে আসছে তা দেখতে হবে। এবং এর জন্যে জনগণকে কতটুকু প্রকৃত মূল্য দিতে হচ্ছে? সেই বিষয়গুলো প্রধানমন্ত্রীর ভাষণে সুকৌশলে এড়িয়ে যাওয়া হয়েছে।’

বিএনপির এই নেতা বলেন, ‘মাথাপিছু আয় ৫৪৩ থেকে বেড়ে ১৪৬৬ ডলার হয়েছে। কিন্তু শুভংকরের ফাঁকি হল আয় বৈষম্য বেড়েই চলেছে। উন্নয়নের সুফল কিছু সরকারের অনুগ্রহপুষ্ট ব্যক্তিদের কাছে কুক্ষিগত হচ্ছে। দরিদ্র্য ও নিম্ন মধ্যবিত্তের অবস্থা আরো শোচনীয় হচ্ছে।’

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির তদন্ত রিপোর্ট প্রকাশের দাবি জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘সরকারি লোকজন বেসিক ব্যাংকসহ রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে ফোঁকর করে দিচ্ছে। হাজার হাজার কোটি টাকা বের করে নেওয়া হয়েছে ব্যাংকগুলো থেকে।’

কুইকরেন্টাল পাওয়ার প্লান্টের নামে জনগণের পকেট কাটা হচ্ছে মন্তব্য করেন তিনি। এ সময় রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ‘মানবতাবিরোধী’ ও রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন প্রকল্পকে ‘চরম ঝুঁকিপূর্ণ’ অভিহিত করে এর সমালোচনা ও বিরোধিতা করেন বিএনপি মহাসচিব।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারের শাসনামলে শিক্ষার আমুল পরিবর্তন করেছেন দাবি করলেও মির্জা ফখরুল বলেন, এই সরকার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী সড়ক উন্নয়নের ফিরিস্তি দিয়েছেন। কিন্তু তিনি বলেননি বাংলাদেশের ১ কিলোমিটার সড়ক নির্মাণ ও ১ কিলোমিটার ফ্লাইওভার নির্মাণ ব্যয় চীন, ভারত ও যুক্তরাজ্যের চেয়ে কত বেশি। তিনি বলেননি নানা অজুহাতে মেগা প্রজেক্টগুলোর প্রকল্প ব্যয় কয়েকশগুণ বৃদ্ধি করে মেগা চুরির কী সুবন্দোবস্ত করা হয়েছে।’

বর্তমান সরকারের আমলে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে বলেও এ সময় দাবি করেন বিএনপি মহাসচিব।

খালেদা জিয়াসহ দলের নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা এবং এতে সাজা দিয়ে সরকার রাজনৈতিক পরিবেশ-পরিস্থিতি জটিল করে তুলছে উল্লেখ করে দলটির এই নেতা বলেন, ‘ক্রসফায়ার, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন, মিথ্যা মামলায় রাজনৈতিক নেতা-কর্মীদের হয়রানি, দেশের রাজনৈতিক পরিবেশকে অসহনীয় করে ফেলেছে।’

তিনি বলেন, ‘এসবের প্রেক্ষাপটে দেশবাসীর প্রত্যাশা ছিল প্রধানমন্ত্রী তার ভাষণে এই সংকট চিহ্নিত করবেন এবং তা নিরসনের পথের সন্ধান দেবেন। সেটাই ছিল তার জন্য রাষ্ট্র নায়কোচিত কাজ। তিনি তা না করে রাজনৈতিক দলগুলোকে শুধুমাত্র নির্বাচনে অংশগ্রহণ করতে বলেছেন।’

বিএনপি মহাসচিব বলেন, উন্নয়নের কথা বলে, গণতন্ত্রকে হত্যা করে, জনগণের ভোটের অধিকার হরণ করে, একদলীয় শাসন প্রতিষ্ঠা করার অপচেষ্টা জনগণ কোনদিনই মেনে নেবে না।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতাদের মধ্যে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।