আশকোনায় চাইনিজ রেস্টুরেন্টে এসি বিস্ফোরণে দগ্ধ ২

রাজধানীর দক্ষিণখানের আশকোনায় একটি চাইনিজ রেস্টুরেন্টে এসি বিস্ফোরণে ২ জন দগ্ধ হয়েছেন।

তারা হলেন- রেস্টুরেন্টেটির পরিচ্ছন্নতাকর্মী মো. ফয়সাল (১৫) ও কাউয়ুম (২০)।

রোববার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে আশকোনা কমর উদ্দিন টাওয়ারের ২য় তলায় ‘ব্লু বার্ড’ নামে চাইনিজ রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।

তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) মো. রাশেদ জানান, সকালে যখন ২ জন পরিচ্ছন্নতাকর্মী রেস্টুরেন্টটির ভেতরে ঢোকে। এর কিছুক্ষণ পর সেখানকার ২টি ৫ টনের এসি বিস্ফোরণ হয়। এতে তারা দুজন দগ্ধ হন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ২য় তলার রেস্টুরেন্টটির ভেতরে সবকিছু তছনছ হয়ে গেছে। বিস্ফোরণে পাশের আরেকটি ভবনের দেওয়ালও অনেকটা ধসে গেছে।

দগ্ধ ফয়সাল জানান, সকালে যখন তারা রেস্টুরেন্টের গেট খুলে পরিষ্কার করার জন্য ভেতরে ঢোকেন। এর পাঁচ মিনিট পর বিকট শব্দে একাধিক বিস্ফোরণ হতে থাকে। তাদের শরীরে আগুন লেগে গেলে তারা দৌড়ে বাইরে বের হন। কী থেকে এই বিস্ফোরণ হয়েছে তা কিছুই টের পাননি।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. আইউব হোসেন জানান, ফয়সালের শরীরের ২৮ শতাংশ ও কাউয়ুমের ৯৬ শতাংশ দগ্ধ হয়েছে। কাউয়ুমের অবস্থা খুবই আশঙ্কাজনক।