আশা করি বিএনপি আর ভুল করবে না- বাণিজ্যমন্ত্রী

মনির হোসেন জীবন: বর্তমান সরকারের অধীনে এবং এই নির্বাচন কমিশনের তত্ত্বাবধানেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, এর বাইরে কোনও বিকল্প নেই। আমরা বিএনপিকে বলেছি নির্বাচনে অংশ নিতে। ২০১৪ সালের ৫ জানুয়ারি তারা নির্বাচনে অংশ না নিয়ে ভুল করেছে। আমরা আশা করি এই ভুল বিএনপি আর করবে না।

গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল আদর্শ কলেজ মাঠে রবিবার এক সমাবেশ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ছাত্র ও যুব সমাবেশ’র আয়োজন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, দেশে নারী নির্যাতন ও বাল্যবিয়ে বন্ধে যুব সমাজকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা ভবিষ্যতে বাংলাদেশে নারী নির্যাতন ও বাল্যবিয়ে সম্পূর্ণরূপে বন্ধ করবো।

তিনি আরও বলেন, ১৮ বছরের আগে বিয়ে নয়। ২০ বছরের আগে সন্তান নয়। এটা যদি করতে পারি, তবে বিশ্বে একটা ইতিহাস গড়তে পারব।
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম (এনডিসি), গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর প্রমুখ।

বাল্যবিয়ে বন্ধে অবদান রাখায় অনুষ্ঠানে ব্র্যাকের পক্ষ থেকে কালীগঞ্জ, কাপাসিয়া, শ্রীপুর ও গাজীপুর সদর উপজেলার চার জনকে ক্রেস্ট দেওয়া হয়।