আশুলিয়া থানার ওসি হাইকোর্টে

নিজস্ব প্রতিবেদক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র অসুস্থ নাজমুল হোসাইনকে হাতকড়া পরানো অবস্থায় এনাম মেডিক্যাল কলেজে চিকিৎসা দেওয়ার ব্যাখ্যা দিতে হাইকোর্টে এসেছেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহসিনুল কবির।

বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চে আজ বুধবার এ বিষয়ে শুনানি হবে।

আশুলিয়া থানার ওসির আইনজীবী অনাবিল আনন্দ রায় জানান, এ বিষয়ে তারা আদালতে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করবেন।

এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র অসুস্থ নাজমুল হোসাইনকে হাতকড়া পরানো অবস্থায় এনাম মেডিক্যাল কলেজে চিকিৎসা দেওয়ার ঘটনায় ব্যাখ্যা দিতে গত ৩১ মে আশুলিয়া থানার ওসিকে হাইকোর্টে তলব করা হয়।

একই সঙ্গে অসুস্থ নাজমুলকে হাতকড়া পরা অবস্থায় চিকিৎসা দেওয়া কেন বেআইনি হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

সংবাদপত্রে এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদন নজরে নিয়ে সোমবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন নজরে আনেন আইনজীবী এস এম রেজাউল করিম।