আশ্চর্য লুকে ভাইরাল আরেফিন শুভ

বিনোদন ডেস্কঃ সাধারনত আমরা দেখি হলিউড–বলিউড তারকারা বিশেষ কোনো চরিত্রের জন্য মাসের পর মাস তাদের লুক পরিবর্তন করে। অভিনয় এর জন্য এবং চরিত্রের সাথে মিল রাখার জন্য করেন এই অক্লান্ত পরিশ্রম। বেশির ভাগ সময়েই শরীরের গড়ন পরিবর্তনের কাজে ব্যয় করেন তাঁরা।

কিন্তু প্রথমবারের মত আরিফিন শুভকে দর্শক ‘মিশন এক্সট্রিম’ সিনেমায় ভিন্ন লুকে দেখতে চলেছেন। জানা যায় এই ছবির জন্য টানা ৯ মাস আস্তে আস্তে শরীরের গড়নে পরিবর্তন এনেছেন শুভ। ছবিতে দেখা যাক তাঁর সেসব অসাধারন লুক।

২০১৮ সালের নভেম্বরের শেষ দিকে ‘মিশন এক্সট্রিম’ ছবির প্রাথমিক প্রস্তুতি শেষ করে সিদ্ধান্ত নেন, দেহগড়ন ভেঙে নতুন আকারে নিজেকে সবার সামনে উপস্থাপন করবেন। আর তাই শুরু করলেন জিমে দীর্ঘ প্রশিক্ষণ।

শারীরিক এই অসাধারন পরিবর্তন নিয়ে আস্তে তার সময় লেগেছে ৯ মাস। এই সময়ে অন্য কোনো সিনেমায় অংশ নেননি তিনি। ৯ মাসের এই রূপান্তরের যাত্রায় শুভর পায়ের টিস্যু পর্যন্ত ছিঁড়েছে। এখনো পায়ের এই সমস্যায় মাঝেমধ্যেই ভোগেন বলে জানান অভিনেতা।

শরীরের এমন পরিবর্তনের জন্য রাত ১০টার মধ্যে ঘুমিয়ে পড়তে হতো। উঠতে হতো ভোর ৫টায়। চলত প্রস্তুতি। সামান্য বিরতি দিয়ে টানা ব্যায়াম করতে হতো। জিমেই খেতে হতো। আর ধাপে ধাপে করতে হতো কার্ডিও আর ওয়েট ট্রেনিং। প্রচণ্ড ভোজনরসিক শুভর খাবারের তালিকায় থাকত মাছ, সবজি, ডিমের সাদা অংশ, বাদাম, পিনাট বাটার।

সেই সময়গুলো কেমন কেটেছে জানতে চাইলে শুভ বলেন, ‘ট্রেনিংয়ের সময়টায় অসামাজিক হয়ে গিয়েছিলাম। বন্ধুদের আড্ডায় কিংবা কোনো অনুষ্ঠানে ওই সময় আমাকে কেউ পেত না’।

ট্রেনিংয়ের মাঝপথে শারীরিক ভাঙচুরে কখনো কখনো মনে হয়েছে আর পারবেন না। তখন এই ভেবে নিজেকে শক্তি জুগিয়েছেন, ‘অন্য দেশের অভিনেতারা পারলে আমি কেন পারব না’?

শারীরিক এই পরিবর্তন আপনাকে কী শিখিয়েছে? প্রশ্নের উত্তরে তিনি বলেন ‘মন থেকে চাইলে কোনো পথই কঠিন নয়। আমার মনোবল আরও শক্তিশালী হয়েছে’।

নিজের এই শারীরিক রূপান্তর নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণ করেছেন আরিফিন শুভ। গত বছর সেটি প্রকাশ পেয়েছে।

তথ্যচিত্রটি ইউটিউবে প্রকাশ করার পর সমালোচনার মুখে পড়েন শুভ। শুনতে হয়েছে, একটি বাংলা সিনেমার জন্য ৯ মাস শরীরের পেছনে ব্যয় করা একধরনের বাড়াবাড়ি। তাঁদের উদ্দেশ্যে শুভ বলেন, ‘১৮ কোটি মানুষের দেশে ঠিকঠাক ১৮টি সিনেমা হল পাওয়া যাবে কি না, সন্দেহ আছে। সেই ইন্ডাস্ট্রিতে একটি ছবির জন্য ৯ মাস ধরে নিজেকে তৈরি করেছি, সেটা পাগলামো ছাড়া আর কিছুই না। অনেকেই হয়তো এই পাগলামো করবে না। কারণ, হলিউড-বলিউডের মতো আমাদের ব্যবসা নেই’।

শুভ এই খাটুনি নিয়ে মনে করেন, ‘আমি খুব ট্যালেন্টেড অভিনয়শিল্পী নই। আমার ট্যালেন্ট অভিনয়ে নয়, পরিশ্রমে। আমি খাটতে জানি’।

পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের কিছু শ্বাসরুদ্ধকর অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করা হয়েছে ‘মিশন এক্সট্রিম’। জানা যায়, আগামী ডিসেম্বরে ছবিটি মুক্তি পাবে।