আসছে বৈশাখী ব্যস্ত শীতল পাটির কারিগররা

করোনার কারণে এক বছর বন্ধ থাকার পর আসন্ন বৈশাখী মেলা ও গরমের মৌসুমের জন্য করে নতুন উদ্যমে কাজ শুরু করেছেন ঝালকাঠির শীতল পাটির কারিগররা। জেলার দুই উপজেলার দশটি গ্রামে সকাল-সন্ধ্যা চলছে কাজ। ঢাকা, চট্টগ্রাম ছাড়াও বিদেশেও যাবে ঝালকাঠির এই কুটির শিল্পের পণ্য।

করোনার কারণে দেশের কোথাও মেলার আয়োজন না হওয়ায় গত এক বছর বন্ধ ছিল ঝালকাঠির শীতল পাটির উৎপাদন। খুলেছে অভিজাত শিল্প পণ্য বিক্রির প্রতিষ্ঠানও। সামনে রয়েছে বৈশাখের নানা আয়োজন। তাই অর্ডার পেতে শুরু করেছেন শীতল পাটির কারিগররা। ঘরের নারীরাই নিপুণ হাতে পাটি বুননের কাজ করছেন। আর পুরুষরা পাটির কাঁচামাল ও বিপণনের কাজ করে থাকেন।

গুণগতমান অনুয়ায়ী একটি শীতল পাটি ৮০০ টাকা থেকে ৩ হাজার টাকায় পাইকারি বিক্রি হয়। জেলা শহরের দোকান ছাড়াও বাড়ি বাড়ি গিয়ে ফড়িয়া আড়তদাররা পাইকারি দামে পাটি কিনে সারাদেশে সরবরাহ করছেন। ঢাকা চট্টগ্রাম ছাড়াও বিদেশেও এখানকার শীতল পাটির কদর রয়েছে।

কারিগররা বলছেন, বৈশাখকে সামনে রেখে কাজের চাপ বেশি। তবে সারাবছর যে পরিমাণ কাজ হয় তাতে সংসার চালাতে হিমশিম খেতে হয় বলেও জানান ঝালকাঠির কারিগররা।