আহ্সান উল্লাহ মাস্টার হত্যা মামলা : ২ আসামির মুক্তিলাভ

গাজীপুর : গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় উচ্চ আদালত থেকে খালাস পাওয়া দুই আসামি মুক্তি পেয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে তারা গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে মুক্তিলাভ করেন।

মুক্তিপ্রাপ্তরা হলেন- টঙ্গীর আউচপাড়া এলাকার আজহার উদ্দিন সরকারের ছেলে রাকিব উদ্দিন ওরফে পাপ্পু সরকার এবং টঙ্গীর মরকুন এলাকার আব্দুল বারেকের ছেলে আয়ুব আলী।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. নাশির আহমেদ জানান, তাদের খালাস সংক্রান্ত কাগজপত্র বুধবার রাতে এ কারাগারে পৌঁছে। পরে তা যাচাই-বাছাই শেষে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। তারা দুজন প্রায় ১২ বছর কারাগারে বন্দি ছিলেন।

উল্লেখ্য, আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় উচ্চ আদালত তাদের দুজনকে মামলা থেকে খালাস প্রদান করেন।