আড়াই ঘণ্টা পর শাহজালাল বিমানবন্দর স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক : ওমানের মাসকাট থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের কারণে সৃষ্ট জটিলতা প্রায় আড়াই ঘণ্টা পর কেটেছে।

নোজ হুইল ফেটে যাওয়ায় মাসকট থেকে আসা ফ্লাইটটি চট্টগ্রামে না নেমে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। ফলে অল্পের জন্য ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন এর ১৫৬ আরোহী। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে সকাল পৌনে ৯টায় ফ্লাইটটির অবতরণের কথা ছিল।

ফ্লাইটটি দীর্ঘসময় শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে আটকে ছিল। পরে দুপুর সাড়ে ১২টার দিকে এটিকে সরানো হলে বিমান চলাচল স্বাভাবিক হয়।

রানওয়ে বন্ধ থাকায় বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শাহজালাল বিমানবন্দরে দেশি-বিদেশি সব ধরনের উড়োজাহাজের ওঠা-নামা বন্ধ ছিল। এ সময়ে বেশ কয়েকটি ফ্লাইট অন্য বিমানবন্দরে অবতরণ করানো হয় বলে বাংলাদেশ এয়ারলাইনসের জেনারেল ম্যানেজার (জনসংযোগ) শাকিল মেরাজ জানিয়েছেন।

সূত্র জানায়, এ ঘটনায় বিমানবন্দরের কার্যক্রমে অনেকটাই অচলাবস্থা দেখা দিয়েছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বৃহস্পতিবার ভোরে বিমানের ফ্লাইট বিজি-১২২ ওমানের মাসকট থেকে রওনা হয়।