আড়িয়াল খাঁ নদে দ্রাবিত হয়ে গেছে মাদারীপুরে শহর রক্ষা বাঁধ

আড়িয়াল খাঁ নদে দ্রাবিত হয়ে গেছে মাদারীপুরে শহর রক্ষা বাঁধের ৪০ মিটার। এতে ভাঙন আতঙ্কে রয়েছে আশপাশের শতাধিক স্থাপনা। স্থানীয়রা জানান, শনিবার (১ আগস্ট) বিকেল ৪টার দিকে হঠাৎ করে শহরের লঞ্চঘাট এলাকার আরিয়াল খাঁ নদের বেড়িবাঁধসহ ওয়াক ওয়ের ভাঙন শুরু হয়। আকে পর্যায়ে পানির স্রোতে নদের পাশে নবনির্মিত ওয়াক ওয়েসহ শহর রক্ষা বাঁধের ২০ মিটার ধসে যায়। বাঁধের পাশের একটি বসতঘরও নদে দ্রাবিত হয়ে যায়। স্রোতের তীব্রতা বেড়ে গেলে রাতে বাঁধের আরও ২০ মিটার পানিতে তলিয়ে যায়।

এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মাঝে। নদের পাশের বাসিন্দারা বসতঘর থেকে প্রয়োজনীয় মালামাল সরিয়ে নেয়। ভাঙন ঝুঁকিতে রয়েছে লঞ্চঘাট, পুলিশ ফাঁড়ি, পুরান শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ শতাধিক স্থাপনা।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহা, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ওবায়দুর রহমান খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ প্রশাসনের কর্মকর্তারা।

মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহা জানান, মোট ৪০ মিটার বাঁধ ধসে গেছে। রাত থেকেই বালুভর্তি বস্তা ফেলা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এ কার্যক্রম চলবে। তবে, টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও ডাম্পিং কার্যক্রমের গতি বাড়ানোর দাবি স্থানীয়দের।