আয়ারল্যান্ডে মাস্ক পরা বাধ্যতামূলক

mask use

করোনার থাবা থেকে রক্ষা পেতে প্রথম থেকেই সচেতন আয়ারল্যান্ড। তবে, এখনও পুরোপুরি সংক্রমণমুক্ত নয় দেশটি। সংক্রমণ এড়াতে এবার গণপরিবহনে মাস্ক পরা বাধ্যতামূলক করলো আইরিশ সরকার। কিছুদিনের মধ্যে শপিং মলগুলোতেও মাস্ক পরা বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী মিহল মার্টিন।

আয়ারল্যান্ডে ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে প্রাণঘাতী করোনাভাইরাস। সেই সঙ্গে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে দেশটি।

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে গণপরিবহনে মাস্ক বাধ্যতামূলক করেছে আইরিশ সরকার। সরকারের এ সিদ্ধান্তের সুফল মেলার বিষয়ে আশাবাদী প্রবাসীরা। জেল, জরিমানা এড়িয়ে চলার পাশাপাশি নিজেদের সুরক্ষায় স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ অনেকের।

এদিকে নৈশক্লাব পুনরায় খুলে দেয়ার সিদ্ধান্তের বিষয়ে আগামী ১০ আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে দেশটির মন্ত্রী পরিষদ বিভাগ।

করোনা থেকে মুক্তি পেতে প্রতিটি দেশই নতুন নতুন আইন করে জনসচেতনতা বৃদ্ধি করছে, যার সুফলও পাচ্ছেন অনেক দেশ। আয়ারল্যান্ডও তার ব্যতিক্রম নয়। করোনা রোধে জনসচেতনতা গুরত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা প্রবাসী বাংলাদেশিদের।