আ.লীগ ও ওয়ার্কার্স পার্টির ৫ নেতাকে হত্যার হুমকি

সাতক্ষীরা প্রতিনিধি : জেএমবি পরিচয়ে সাতক্ষীরার পাটকেলঘাটা উপজেলার ধানদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও ওয়ার্কার্স পার্টির পাঁচ নেতাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছে।

ডাকযোগে পাঠানো চিঠিগুলো রোববার ও সোমবার তাদের কাছে পৌঁছে। চিঠি পাওয়ার পর থেকে নেতারা আতঙ্কে রয়েছেন।

হুমকি পাওয়া নেতারা হলেন- ধানদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সদস্য রেজাউল করিম খান, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মো.রহমুদ্দিন গাজী ও সদস্য মঞ্জুর কাদির।

কম্পিউটারে টাইপ করা ওই চিঠিতে লেখা হয়েছে, ‘তোরা আল্লাহর কোরআন হাদিসকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিতেছিস। তার জন্য তোদের আর কোনো সুযোগ দেব না। তোদের প্রাণে যা চায় তা খেয়ে নিস।’

চিঠিতে আরো লেখা হয়েছে, ‘তোরা আমাদের ভাই মতিয়ারকে নির্মমভাবে হত্যা করেছিস। তোদের পরিণতি হবে জজ মিয়ার মতো। কমান্ডার অব চিফ, জেএমবি।’

চিঠিতে উল্লিখিত মতিয়ার রহমান একই ইউনিয়নের ওমরপুর গ্রামের নাসিরউদ্দিনের ছেলে। গত ২৫ জুলাই ঢাকার কল্যাণপুরে জঙ্গিবিরোধী অভিযানে নিহত হয় মতিয়ার। এ ছাড়া উল্লিখিত জজ মিয়ার নাম মেহেদি হাসান (জজ)। কলারোয়া উপজেলার ক্ষেত্রপাড়া গ্রামে তার বাড়ি। ২০১৩ সালে মানবতাবিরোধী অপরাধে কাদের মোল্লার ফাঁসির ঘটনা নিয়ে সহিংসতা চলাকালে তাকে কুপিয়ে ও হাত-পা কেটে হত্যা করা হয়।

এদিকে হুমকি পাওয়ার পর নিরাপত্তা চেয়ে পাটকেলঘাটা থানায় সাধারণ ডায়রি (জিডি) করতে যান ওই পাঁচ নেতা। কিন্তু ওসি ছুটিতে থাকায় পুলিশ জিডি নেয়নি বলে জানান তারা।

এ বিষয়ে পাটকেলঘাটা থানার উপপরিদর্শক (এসআই) বুলবুল ইসলাম বলেন, বিষয়টি আমরা জেনেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’