ইংল্যান্ডের বিপক্ষে কপাল পুড়ল রোহিতের

ক্রীড়া ডেস্ক: ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলার সময় উরুর পেশিতে চোট পেয়েছিলেন রোহিত শর্মা। এই চোটই ইংল্যান্ড সিরিজে তার মাঠে নামার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। পুরো সুস্থ হয়ে উঠতে দুইমাস মাঠের বাইরে থাকতে হবে তাকে।

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্টের জন্য দল ঘোষণা করেছে ভারত। তবে ফিটনেস ভালো না হওয়ায় ওই দলে রাখা হয়নি রোহিতকে।

পুরোপুরি সুস্থ হয়ে উঠতে হলে অস্ত্রোপচার করতে হবে তার। নির্বাচক কমিটির চেয়ারম্যান এমএসকে প্রসাদ এ প্রসঙ্গে বলেন, ‘আমরা সকলেই দেখেছি রোহিত কিভাবে চোট পেয়েছিল। সেটা হালকা চোট ছিল না। অস্ত্রোপচারেরও সম্ভাবনা রয়েছে। যদি প্রয়োজন হয় তা হলে অস্ত্রোপচার করা হবে। ‍সুস্থ হওয়ার জন্য তাকে ছয় থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে্।’

ভারতের জার্সিতে অভিষেকের পর ২১টি টেস্ট ম্যাচ খেলেছেন রোহিত। দুটো সেঞ্চুরি ও সাতটি হাফ সেঞ্চুরিসহ মোট ১১৮৪ রান করেছেন তিনি। তারপর কিছুটা সময় অফফর্ম কাটিয়ে আবারও দলে ফেরেন। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে উরুর পেশিতে টান লাগায় আবারও মাঠের বাইরে তিনি।

ভারতের বিপক্ষে পাঁচটি টেস্ট, তিনটি ওয়ানডে ও সমান সংখ্যাক টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ইংল্যান্ড। রাজকোটে আগামী ৯ নভেম্বর পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটি মাঠে গড়াবে।