ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক :  ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে ম্যাচের জন্য ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশ স্কোয়াড: মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, শফিউল ইসলাম, মোশাররফ হোসেন রুবেল, আল-আমিন হোসেন ও তাসকিন আহমেদ।

আফগানস্তিানের বিপক্ষে তৃতীয় ম্যাচে যে স্কোয়াড নিয়ে বাংলাদেশ খেলেছে তার থেকে বড় কোনো পরিবর্তন আনা হয়নি। স্কোয়াডে ফিরেছেন পেসার আল-আমিন হোসেন। স্পিনার তাইজুল ইসলাম আফগানিস্তানের বিপক্ষে খেলা শেষ ওয়ানডের স্কোয়াড থেকে বাদ পড়েছেন।

আফগানস্তিানের বিপক্ষে আল-আমিনকে না রাখায় কড়া সমালোচনার শিকার হয়েছিলেন নির্বাচক প্যানেল। সুযোগ দেওয়া হয়েছিল রুবেল হোসেনকে। কিন্তু আফগানস্তিানের বিপক্ষে প্রথম দুই ম্যাচে ভালো করতে না পারায় রুবেলকে তৃতীয় ম্যাচে বাদ দেওয়া হয়। নেওয়া হয় স্পিনার মোশাররফ হোসেন রুবেলকে।

সাড়ে আট বছর পর জাতীয় দলে ফিরে এসে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণ ম্যাচে বড় অবদান রাখেন রুবেল। বল হাতে নেন সর্বোচ্চ ৩ উইকেট। পুরস্কারস্বরূপ তাকে নেওয়া হয়েছে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজেও।

দল থেকে বাদ পড়ার পর ওয়ালটন ১৮তম জাতীয় লিগে খেলেছিলেন আল-আমিন। খুলনার হয়ে দুই ম্যাচে নেন ৫ উইকেট। দলে ডাক পাওয়ার খবরে খুশি আল-আমিন। এর মধ্যে ঢাকায় চলে এসেছেন। মুঠোফোনে আল-আমিন বলেন, ‘ভালো লাগছে। সবাই দোয়া করবেন।’

ইংল্যান্ডের বিপক্ষে স্কোয়াডে চার পেসারকে জায়গা দেওয়া হয়েছে। মাশরাফি বিন মুর্তজার সঙ্গে আছেন তাসকিন, শফিউল ও আল-আমিন। সাকিবের সঙ্গে স্পিন করবেন মোশাররফ হোসেন রুবেল। ব্যাটিংয়ে গত এক বছর যারা খেলে আসছেন তারাই আছেন। ভরসা রাখা হয়েছে তরুণ মোসাদ্দেক হোসেন সৈকতের উপরও।

টিম ম্যানেজম্যান্ট ভরসা রেখেছে অফফর্মে থাকা সৌম্য সরকারের উপরও। ইংলিশদের বিপক্ষে মাঠে নামার আগে সৌম্য বিসিবি একাদশের হয়ে সফরকারীদের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলারও সুযোগ পাবেন। নিজেকে ফিরে পাওয়ার সৌম্যর সেরা সময় এটি।

আগামী ৭ ও ৯ অক্টোবর মিরপুর শের-ই-বাংলায় দুটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ। ১২ অক্টোবর তৃতীয় ও শেষ ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।