ইংল্যান্ডের সহ-অধিনায়কের দায়িত্ব পেলেন অ্যান্ডারসন

ক্রীড়া ডেস্ক : বেন স্টোকসের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন পেসার জেমস অ্যান্ডারসন।

গত সেপ্টেম্বরে ব্রিস্টলে একটি নাইটক্লাবের বাইরে মারামারির ঘটনায় পুলিশি তদন্তের ফলাফলের অপেক্ষায় আছেন স্টোকস। অস্ট্রেলিয়ায় অ্যাশেজ সিরিজটা খুব সম্ভবত তার খেলা হচ্ছে না।

ইংল্যান্ডের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ উইকেট-শিকারি অ্যান্ডারসন (৫০৬ উইকেট)। জো রুটের সহকারী হিসেবে প্রাক্তন অধিনায়ক অ্যালিস্টার কুক ও বোলার স্টুয়ার্ট ব্রডের চেয়ে এগিয়ে ছিলেন ৩৫ বছর বয়সি পেসার।

অ্যাশেজ শুরুর আগে একের পর এক খেলোয়াড়ের চোট ইংল্যান্ডকে দুশ্চিন্তায় ফেলেছে। এরই মধ্যে হাঁটুর চোটে সফর শেষ হয়ে গেছে স্টিভেন ফিনের। বৃহস্পতিবার ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে গোড়ালিতে চোট পেয়েছেন আরেক পেসার জেক বল। শুক্রবার তার ডান গোড়ালিতে স্ক্যান করানোর কথা।

সাইড স্ট্রেইনের কারণে অ্যাডিলেডে ফ্লাডলাইটের নিচে চলমান চার দিনের প্রস্তুতি ম্যাচে খেলতে পারছেন না অলরাউন্ডার মঈন আলী। ২৩ নভেম্বর ব্রিসবেনে প্রথম টেস্ট শুরুর আগে ইংল্যান্ডের তিনটি প্রস্তুতি ম্যাচের এটি দ্বিতীয়টি।