ইউকে-বাংলার চেয়ারম্যানকে আত্মসমর্পণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির ঘটনায় ইউকে-বাংলা ট্রেডিং লিমিটেডের চেয়ারম্যান আহমেদ তাজউদ্দিনকে চার সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। এই চার সপ্তাহ সময় তিনি হাইকোর্টের আদেশে জামিনে থাকবেন।

সোমবার বিচারপতি গোবিন্দ্র চন্দ্র ঠাকুর ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ আহমেদ তাজউদ্দিনকে আগাম জামিন দিয়ে এই আদেশ দেন।

আদালত আত্মসমর্পণের দিন তাকে দুই কোটি টাকা জমা দিতে নির্দেশ দেন। পাশাপাশি প্রতি ২ মাস অন্তর দুই কোটি টাকা করে ব্যাংকে জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। এই শর্ত পূরণে ব্যর্থ হলে তার জামিন বাতিল হবে বলে আদেশে বলা হয়েছে।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। এ সময় ইউকে-বাংলা ট্রেডিং লিমিটেডের চেয়ারম্যান আহমেদ তাজউদ্দিন আদালতে উপস্থিত ছিলেন।

২০১৫ সালের ২১ সেপ্টেম্বর দূনীর্তি দমন কমিশন গুলশান থানায় ঋণ কেলেঙ্কারির ঘটনায় ইউকে-বাংলা ট্রেডিং লিমিটেডের চেয়ারম্যান আহমেদ তাজউদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

৪৫ কোটি ৬০ লাখ ৩৭ হাজার ঋণ জালিয়াতির অভিযোগে এ মামলা দায়ের করা হয়।