ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনকে যা বললেন এরদোগান

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এ সময় পুতিনকে দ্রুত ইউক্রেন সংঘাত নিরসনের আহ্বান জানিয়েছেন এরদোগান। খবর ইয়েনি শাফাকের।

শনিবার তুরস্কের যোগাযোগ পরিদপ্তরের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, রুশ প্রেসিডেন্ট পুতিনকে ফোন করে শিগগিরই সংঘাত নিরসনের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট এরদোগান।

এ বিবৃতিতে বলা হয়, কৃষ্ণসাগর দিয়ে বহির্বিশ্বে ইউক্রেনের শস্য চুক্তির মেয়াদ বাড়ানোর জন্য ফোনে পুতিনকে ধন্যবাদও জানিয়েছেন এরদোগান।

গত বছর ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর ইউক্রেনের কয়েকটি বন্দর থেকে বহির্বিশ্বে শস্য রপ্তানি প্রায় বন্ধ হয়ে যায়। পরে জুলাইয়ে জাতিসংঘ ও তুরস্কের উদ্যোগে ফের তা চালু করা হয়। এ চুক্তির মেয়াদ দ্বিতীয়বারের মতো ২ মাস বাড়ানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ফোনকলে তুরস্ক ও রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার বিষয়েও আলোচনা করেছেন এই দুই নেতা।

ফোনকলে এরদোগান এবং পুতিন দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করতে এবং দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার জন্য দৃঢ় পদক্ষেপ নিতে সম্মত হয়েছেন।