ইউটিউব নিয়ে এলো নতুন ফিউচার

প্রযুক্তি ডেস্কঃ নতুন এক ফিউচার যুক্ত করতে যাচ্ছে জনপ্রিয় ভিডিও প্লাটফর্ম ভিক্তিক মাধ্যম ইউটিউব। এত দিন ধরে যারা নিজ নিজ দেশীয় বা মাতৃভাষায় ইউটিউবে টাইটেল ও ডেসক্রিপশন, ক্যাপশন এবং অন্যান্য তথ্য অনুবাদ করতে পারতেন তা এখন সহজ করতে এ ফিউচার নিয়ে এসেছে ইউটিউব। যদিও বা গুগুলের নিজস্ব অনুবাদের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয় Google Translate Extension।

ফিচারটি চালুর কারণ হিসেবে তারা বলেছে, ক্রোম আপডেট করা না থাকলে Google Translate Extension-এর সুবিধা পাওয়া যায় না।

ইউটিউব আরও বলেছে, যারা অনলাইনে খুব একটা সক্রিয় নন, তাদের ক্রোম আপডেট থাকে না। আবার অনেকে ক্রোমের এক্সটেনশন ফিচারের ব্যাপারে জানেন না। অনেকে আবার ফিচারটি সম্পর্কে জানলেও কীভাবে ব্যবহার করতে হয় সে বিষয়ে জানেন না। তাই ব্যবহারকারীর অসুবিধার কথা বিবেচনা করে ভিডিও প্ল্যাটফর্মটিতে অনুবাদের নতুন ফিচার চালু করা হবে।

ইউটিউবে অনুবাদের নতুন ফিচারটি আপডেট করা থাকলে কোনো ভিডিওতে বিদেশি ভাষা লেখা হলে সেটি ব্যবহারকারীর মার্তৃভাষায় অনুবাদ করা যাবে। এক্ষেত্রে যখনই কোনো ভিডিও ওপেন করা হবে তখনই স্ক্রিনে একটি পপ-আপ আসবে। সেখানে ব্যবহারকারীর কাছে অনুবাদের অনুমতি চাওয়া হবে। সেক্ষেত্রে নিজের ভাষা বেছে নিলে ভিডিওটির টাইটেল, ডেসক্রিপশন, ক্যাপশন এবং আরও তথ্যের অনুবাদ করা হবে।

তবে ব্যবহারকারী অনুমতি দিলেই কেবল ভিডিওটি অনুবাদ করা হবে। যুক্তরাষ্ট্রের অ্যান্ড্রয়েড পুলিশ বলেছে, ইউটিউব আপাতত ফিচারটি নিয়ে পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনা করছে। এতে প্রাথমিক ভাবে পর্তুগিজ ভাষার অনুবাদের কাজ করা হচ্ছে বলে জানিয়েছে ইউটিউব। তবে পরীক্ষামূলক কার্যক্রম সফলভাবে শেষ হলে অন্য ভাষাও যুক্ত করা হবে।