ইউপি চেয়ারম্যানসহ ১০ জনের জামিন নামঞ্জুর

সাতক্ষীরা সংবাদদাতা : চাল বিতরণে অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার চম্পাফুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক গাইনসহ ১০ সদস্যের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব রায় চৌধুরী তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

এরা হলেন- ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, ইউপি সদস্য গোলাম কাইয়ুম, আব্দুর রশিদ গাইন, মো. আবু বক্কর গাইন, মো আব্দুস সাত্তার খান, মো. আবু বক্কর, ঠাকুর দাস সরকার, সংরক্ষিত মহিলা সদস্য রাধা রানী অধিকারী, রাফেজা খাতুন ও শ্যামলী রানী সরকার।

হতদরিদ্র জনগণকে বাদ রেখে ৪৬ জন স্বচ্ছল ব্যক্তির মধ্যে ১০ টাকা কেজি দরের চাল বিতরণের অভিযোগে দুর্নীতি দমন কমিশন খুলনার সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক রাজ কুমার সাহা বাদী গত ১৪ জুন কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

মামলার আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হলে তারা সাতক্ষীরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন চান। সাতক্ষীরার পিপি অ্যাডভোকেট ওসমান গণি বিষয়টি নিশ্চিত করেছেন।