ইউপি সদস্য হত্যার ঘটনায় মামলা

গাইবান্ধা প্রতিনিধি : জেলার পলাশবাড়ীতে পরকীয়ার জেরে প্রাক্তন ইউপি সদস্য মাহামুদুর রহমান (৪৯) হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে।

বৃহস্পতিবার সকালে নিহতের স্ত্রী হাসনা বেগম বাদী হয়ে পলাশবাড়ী থানায় মামলাটি দায়ের করেন।

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল আলম জানান, মামলায় ছয়জনকে আসামি করা হয়েছে। এর আগে বুধবার দিনগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের খামার জামিরা গ্রামে খুন হন মাহামুদুর রহমান।

মাহামুদুর মনোহরপুর গ্রামের নুর হোসেন মন্ডলের ছেলে। তিনি মনোহরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের প্রাক্তন ইউপি সদস্য ছিলেন।

এ ঘটনায় অভিযুক্ত খামার জামিরা গ্রামের বাসিন্দা গোফ্ফার আলী (৩৭) ও তার ছেলে শাহিনুর মিয়াকে (১৫) পুলিশ রাতেই আটক করেছে।

ওসি মাহমুদুল আলম জানান, প্রবাসী গোফ্ফার আলী মালয়েশিয়ায় কর্মরত থাকাকালীন তার স্ত্রীর সঙ্গে মাহামুদুরের অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। গোফ্ফার সম্প্রতি দেশে ফিরে বিষয়টি অবগত হন।

বুধবার রাতে গোফ্ফারের স্ত্রী একই গ্রামে তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন। সেখানে মাহামুদুর রহমান তার সঙ্গে দেখা করতে যান। খবর পেয়ে গোফ্ফার ও তার ছেলে শাহিনুর সেখানে উপস্থিত হয়ে মাহামুদুরকে এলোপাথারি মারপিট করতে থাকে। এক পর্যায়ে তাদের উপর্যুপরি ছুরিকাঘাতে ঘটনাস্থলেই মারা যান মাহামুদুর।