ইউরোপে প্রবেশের চেষ্টা, ৩০০ অভিবাসী উদ্ধার

অনলাইন ডেস্ক: ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপে প্রবেশের চেষ্টাকালে স্পেনের ক্যানারি দ্বীপ থেকে প্রায় ৩০০ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া অভিবাসীদের বেশির ভাগই মরক্কোর নাগরিক।

কোনোভাবেই থামছে না ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপে প্রবেশের চেষ্টা। স্থানীয় সময় শুক্রবার স্পেনের ক্যানারি দ্বীপ থেকে প্রায় ৩০০ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্ট গার্ডের সদস্যরা।
এক বিবৃতিতে জানানো হয়, উদ্ধার হওয়া অভিবাসীদের বেশির ভাগই মরক্কোর নাগরিক। তাদেরকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসা হয়েছে।

সম্প্রতি ইউরোপে প্রবেশের জন্য স্পেনের ক্যানারি দ্বীপকে ব্যবহার করছে পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশের অভিবাসনপ্রত্যাশীরা। তবে, খুব অল্পসংখ্যক অভিবাসী সমুদ্র পাড়ি দিয়ে মূল ভূখণ্ডে পৌঁছাতে পারে। বেশিরভাগই হারিয়ে যায় সমুদেই।

স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত বছর এই পথেই অবৈধভাবে ২২ হাজারের বেশি অভিবাসী স্পেনের ক্যানারি দ্বীপে পৌঁছায়। যদিও তার আগের বছর এই সংখ্যা ছিল ২৩ হাজারে ২৭১। তবে, গতবছর শুধু এই পথ পাড়ি দিতে গিয়েই শিশুসহ মারা গেছে প্রায় সাড়ে চার হাজার অভিবাসী।