ইউরোপ ও আমেরিকায় ছড়াচ্ছে মাংকিপক্স

পশ্চিম ও মধ্য আফ্রিকায় প্রকোপ থাকলেও বর্তমানে ইউরোপ ও আমেরিকার দেশগুলোয়ও ছড়াচ্ছে মাংকিপক্স ভাইরাস।

যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা জানিয়েছে, পুরুষদের মধ্যে যারা নিজেদের সমকামী বা উভকামী হিসেবে পরিচয় দেন, পুরুষের সঙ্গে পুরুষের যৌনতা যেখানে হয়, সেখানে এ রোগ বেশি ছড়ায়। ভাইরাসটির সঙ্গে অন্য কিছুর সম্পর্ক আছে কি না, তা বের করতে বর্তমানে জিনোম সিকোয়েন্সিং করছেন বিজ্ঞানীরা।

পর্তুগালে সমকামী পুরুষরা যৌন চিকিৎসা নেন এমন হাসপাতাল থেকে মাংকিপক্স ছড়িয়েছে বলে জানিয়েছে গ্লোবাল নিউজ।

ইউনিভার্সিটি অব সাস্কটচেওয়ানের ভ্যাকসিন অ্যান্ড ইনফেকশাস ডিজিজ অর্গানাইজেশনের ভাইরোলজিস্ট এঞ্জেলা রাসমুসেন বলেন, ‘সমকামী পুরুষের গোত্রকে ঐতিহাসিকভাবে ভাইরাস সংক্রমণের জন্য দায়ী করা হয়। এ কারণে আমি সমকামিতার সঙ্গে মাংকিপক্স ছড়ানোর বিষয়টি নিয়ে সম্পূর্ণ নিশ্চিত না হয়ে কিছু বলতে চাই না।’

ম্যাকগিল ইউনিভার্সিটির অণুজীব বিশেষজ্ঞ ড. সাফা বারকাটি বলেন, এটা (মাংকিপক্স) পুরুষের সঙ্গে পুরুষের যৌনতা হয় এমন সম্প্রদায়ে বেশি হয়ে থাকে।’