ইজতেমা ১৩ থেকে ১৫ ও ২০ থেকে ২২ জানুয়ারি

সচিবালয় প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হচ্ছে আগামী ১৩ জানুয়ারি।

প্রথম পর্ব শেষ হবে ১৫ জানুয়ারি। আর ২০ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত চলবে ইজতেমার দ্বিতীয় পর্ব।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কথা বলেন।

বিশ্ব ইজতেমায় বিদেশি মেহমানদের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। বৈঠকে জানানো হয়, প্রতিবারের মত এবারও যাতে সুন্দর পরিবেশে নিশ্ছিদ্র নিরাপত্তায় ইজতেমা হয়, তার জন্য সব ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী বলেন, ইজতিমায় ১০১টির বেশি দেশ থেকে মন্ত্রীসহ বিদেশি মেহমান ও ধর্মপ্রাণ মুসল্লি যোগ দেবেন বলে আশা করছি। তাদের ভিসা প্রাপ্তিসহ নিরাপদে আসা যাওয়ার ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন স্বরাস্ট্র সচিব ড. মোজাম্মেল হক খান, আইজিপি একে এম শহীদুল হক, রাবের মহাপরিচালক বেনজির আহমেদ প্রমুখ।