ইতারে রাখুন আনারস কাস্টার্ড

ইফতারে খুব সহজেই তৈরি করে ফেলুন আনারসের কাস্টার্ড।

উপকরণ
আনারস কুচি: অর্ধেক
দুধ: ১-২ কাপ
চীজ: পরিমাণ মতো
চিনি: ২-৩ চামচ
বিস্কিট: ৬টি
কিসমিস: প্রয়োজন মত
কাজুবাদাম: ২-৩ চা চামচ
চেরি: পছন্দ মতো

প্রস্তুত প্রণালী
প্রথমে বিস্কুট আনারস দিয়ে মিক্সিতে বেটে নিন। তারপর দুধ, চিজ, চিনি দিয়ে মিক্সিতে বেটে নিন। বাটিতে বিস্কুট এর লেয়ার করে তার ওপরে দুধ দিয়ে আনারস কুচি, কিশমিশ, কাজু ও চেরি দিয়ে সাজিয়ে দিন। এরপর ফ্রিজে ৩-৪ ঘন্টা রেখে সেট করে নিলেই তৈরি আনারস কাস্টার্ড। এবার উপরে চেরি ছড়িয়ে পরিবেশন করুন।