ইথিওপিয়ার একটি কারাগারে অগ্নিকাণ্ডে ২৩ জনের মৃত্যু হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ইথিওপিয়ার একটি কারাগারে অগ্নিকাণ্ডে ২৩ জনের মৃত্যু হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, কারাগারে সরকারবিরোধী বিক্ষোভ চলছিল। এ অবস্থায় আগুন লেগে যায়। ২৩ জনের মৃত্যু হয়েছে দম বন্ধ হয়ে এবং দুজন হুড়োহুড়িতে পদদলিত হয়ে মারা গেছেন।

তবে মৃতের সংখ্যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে দ্বিমত পোষণ করেছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কেউ কেউ দাবি করেছেন, কারারক্ষীদের গুলিতে বন্দিদের মৃত্যু হয়েছে।

বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে ইথিওপিয়ায় হুটহাট বিক্ষোভ হচ্ছে। এরই প্রতিফলন দেখা যায় কারাগারে।

কারাগারে আগুন লাগায় যারা মারা গেছেন, তাদের সংখ্যা জানালেও সরকার তাদের পরিচয় প্রকাশ করেনি। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, দেশটির রাজধানী আদ্দিস আবাবার এক প্রান্তে অবস্থিত কিলিন্তো কারাগারে শনিবার আগুন ছড়িয়ে পড়ার পর গুলি ছোড়ার স্পষ্ট শব্দ শোনা যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যম এবং টেলিভিশনে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, কিলিন্তো কারাগার থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়ছে।

জেল ভেঙে পালানোর জন্য কারাগারে আগুন লাগানো হয় বলে অভিযোগ উঠেছে, তা নিরপেক্ষ সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি।

২০১৫ সাল থেকে দেশটির সবচেয়ে বড় আদিবাসী গোষ্ঠী অধ্যুষিত ওরোমিয়া অঞ্চলে বিক্ষোভ চলে আসছে। ওরোমিয়া অঞ্চলে ওরোমো আদিবাসীদের বসবাস। সরকারবিরোধী গণমাধ্যমের খবর অনুযায়ী, কিলিন্তো কারাগারে অনেক ওরোমো আদিবাসীকে আটকে রাখা হয়েছে।

নিউ ইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, ওরোমিয়ায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রায় ৪ হাজার মানুষ মারা গেছে। তবে এ সংখ্যাকে অতিরঞ্জন বলে দাবি করে আসছে সরকার।