ইনজামাম-আকরামদের ফাঁসি হওয়া উচিত ছিল

ক্রীড়া ডেস্ক : ‘ম্যাচ পাতানোর মতো বিষয় পাকিস্তান ক্রিকেটে থাকত না যদি সেদিন ওয়াসিম আকরাম ও ইনজামাম-উল-হককে ফাঁসি দেওয়া হত।’ মঙ্গলবার এমনটাই দাবি করেছেন পাকিস্তানের কিংবদন্তি লেগ স্পিনার আব্দুল কাদির। তার এমন বক্তব্য ফলাও করে প্রচার করছে পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যম।

আব্দুল কাদির দাবি করেছেন নব্বইয়ের দশকে ওয়াসিম আকরাম, ইনজামাম, ওয়াকার ইউনুস ও মুস্তাক আহমেদরা ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত ছিলেন। সে সময় তাদের যদি ফাঁসিতে ঝোলানো হত তাহলে পাকিস্তানে ম্যাচ পাতানোর বিষয় থাকত না।

পাকিস্তান সুপার লিগে ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাকিস্তানের পাঁচজন ক্রিকেটারকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে সংবাদ মাধ্যমে কথা বলতে গিয়ে আব্দুল কাদির দাবি করেন ওয়াসিম আকরাম, ইনজামাম ও মুস্তাক আহমেদ ছিলেন সবচেয়ে বড় অপরাধী। তিনি বলেন, ‘আপনি কী ওয়াসিম আকরাম, ইনজামাম, ওয়াকার ও মুস্তাক আহমেদকে ফাঁসিতে ঝুলিয়েছিলেন? তারাও তো অপরাধী ছিল। কিন্তু সেদিন তাদেরকে আপনারা বাঁচিয়ে দিয়েছিলেন। সেদিন যদি তারা দৃষ্টান্তমূলক শাস্তি পেত তাহলে পাকিস্তানে আর ম্যাচ পাতানোর মতো ঘটনা ঘটত না।’

তিনি আরো বলেন, ‘আতাউর রহমান ও সেলিম মালিককে সে সময় বলির পাঠাঁ বানানো হয়েছিল। তবে তাদেরও কিছু হত না, যদি তারা ফর্মে থাকত। আসলে আমাদের দেশ এমন যে ছোট অপরাধীদের ঘটা করে শাস্তি দেয়। আর বড় অপরাধীদের কৌশলে বাঁচিয়ে দেয়।’

২০০০ সালে পাকিস্তান ক্রিকেটের ম্যাচ পাতানোর বিষয়টি খতিয়ে দেখতে একটি বিচার বিভাগীয় কমিশন গঠন করা হয়। বিচারপতি কাইয়্যূমের নেতৃত্বে গঠিত সেই কমিশন প্রতিবেদনও দিয়েছিল। তাদের দেওয়া প্রতিবেদন অনুযায়ী পাকিস্তানের সাবেক অধিনায়ক সেলিম মালিককে আজীবন নিষিদ্ধ করা হয়। নিষিদ্ধ করা হয় পেসার আতাউর রহমানকেও। কিন্তু প্রমাণের অভাবে সেদিন বেঁচে যান ওয়াসিম, ইনজামাম, ওয়াকার ও মুস্তাক। তবে তাদেরকে জরিমানা ও পাকিস্তান ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত না করার কথাও বলা হয়েছিল ওই প্রতিবেদনে। কিন্তু সেটা করা হয়নি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে কোনো না কোনোভাবে তারা সবাই কাজ করেছেন।

এ বিষয়ে আব্দুল কাদির বলেন, ‘ওয়াসিম আকরাম, ওয়াকার, ইনজামাম ও মুস্তাকরা কোনো না কোনোভাবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্পৃক্ত হয়েছে এবং কাজ করেছে। তাহলে কেন কাইয়্যূম কমিশনের প্রতিবেদন বাস্তবায়ন করা হয়নি?’