ইনস্টাগ্রামে প্রতি পোস্টে রোনালদোর আয় ৩ লাখ ১০ হাজার পাউন্ড

ক্রীড়া ডেস্ক : মাঠ কিংবা মাঠের বাইরে ক্রিস্টিয়ানো রোনালদোর দাপট যেন থামছেই না।

কেবল মাঠেই নয়, গত কয়েক বছর ধরে মাঠের বাইরেও রোনালদোর আধিপত্য। বিজ্ঞাপন কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমেও রোনালদো অন্যদের ছাড়িয়ে গেছেন।

রোনালদোকে নিয়ে নতুন খবর প্রকাশ করেছে ম্যাগাজিন হোপার। চোখ কপালে উঠে যাওয়ার মতই খবর! সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট দিয়েও আয় করছেন রোনালদো। আর সেটাও রেকর্ড পরিমাণ। ইনস্টাগ্রামে প্রতি পোস্টে রোনালদোর আয় ৩ লাখ ১০ হাজার পাউন্ড, যা তৃতীয় সর্বোচ্চ।

ইনস্টাগ্রামে প্রতি পোস্টে সেলেনা গোমেজ সর্বোচ্চ ৪ লাখ ২৫ হাজার পাউন্ড আয় করেন। দুইয়ে আছেন কিম কার্দাশিয়ান। তার আয় ৩ লাখ ৮৭ হাজার পাউন্ড। তার পরের অবস্থানেই রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।

 

ইনস্টাগ্রামে আয়ের যে দশজনের তালিকা হোপার দিয়েছে সেই তালিকায় রোনালদো বাদে নেই আর কোনো ফুটবলারের নাম। ইনস্টাগ্রামে রোনালদোর ফলোয়ার ১০৪ মিলিয়ন। সেলেনা গোমেজের ফলোয়ার ১২২ মিলিয়ন। কিম কার্দাশিয়ানের ফলোয়ার ১০০ মিলিয়ন। রোনালদো বাদে এ তালিকায় সেরা দশে আছেন বাস্কেটবল তারকা লেবরন জেমস। ৩০.৭ মিলিয়ন ফলোয়ার নিয়ে লেবরন জেমসের আয় ৯৩ হাজার পাউন্ড। গতকাল প্রথমবারের মতো তিন সন্তান নিয়ে একসাথে সময় কাটিয়েছেন সিআর সেভেন। সেই মুহূর্তের ছবি ফ্রেমবন্দী করতে ভুল করেননি। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন,‘আর্শীবাদ রইল।’ ছবিতে দেখা যায় রোনালদো ও জুনিয়র রোনালদোর কোলে পরিবারের দুই নতুন অতিথি, দুই জমজ সন্তান।