ইনহেলার কি কোভিডের জন্য কার্যকরী?

করোনা মহারিতে শ্বাসকষ্টের সমস্যায় প্রাণ হারার সংখ্যা নেহাতই কম নয়। সম্প্রতি  অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষক জানালো নতুন এক তথ্য।

ইনহেলার বা শ্বাসকষ্ট কমানোর স্প্রে কোভিড আক্রান্তদের দ্রুত সেরে উঠতে সাহায্য করে। এমনই দাবি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষক দলের।

হালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কয়েক জন গবেষক কোভিড রোগীদের উপর ইনহেলারে ব্যবহার করা ওষুধ গ্লুকোকোর্টিকয়েডস-এর প্রভাব নিয়ে কাজ করেছেন। দেখে গিয়েছে, এই রোগীদের সমস্যা কিছুটা হলেও কমেছে ওষুধটির প্রভাবে। এর আগে চিন, ইটালি-সহ আরও কয়েকটি দেশে দেখা গিয়েছিল, শ্বাসকষ্টের রোগীরা, যাঁরা এই ধরনের ওষুধ নেন, তাঁরা কোভিড থেকে তুলনামূলক ভাবে তাড়তাড়ি সেরে উঠছিলেন। সেখানে থেকেই গবেষকদের মাথায় ইনহেলারের ভূমিকা নিয়ে প্রশ্ন আসে।

ল্যানসেট নামক জার্নালে প্রকাশিত হওয়া অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণাটি ১৪৬ জন কোভিড আক্রান্তকে নিয়ে করা হয়েছিল। দেখা গিয়েছে, বাডসোনাইড নামক শ্বাসকষ্টের ওষুধ যে সমস্ত রোগীকে দেওয়া হয়েছে, তাঁরা তুলনামূলক ভাবে অনেকটাই তাড়াতাড়ি সেরে উঠেছেন।