ইন্টারনেটের পরিবর্তে সন্তানকে খেলাধুলার উৎসাহ দিনঃ আতিক

ইন্টারনেটের পরিবর্তে সন্তানকে খেলাধুলার প্রতি উৎসাহ দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম

শুক্রবার (২৯ জানুয়ারি) রাজধানীর উত্তরার ৪নং সেক্টরে কৃত্রিম টার্ফ মাঠের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি।

এসময় ডিএনসিসি মেয়র বলেন, খেলাধুলাই পারে সন্তানদের বিপথগামীতার হাত থেকে বাঁচাতে। পাশাপাশি সুস্থ সবল জাতি গঠনেও ভূমিকা রাখে খেলাধুলা। এসময় রাজধানীর মাঠগুলো খেলার উপযোগী করতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান আতিকুল ইসলাম।

অনুষ্ঠানে ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, মাঠগুলো খেলার উপযোগী হলে সন্তানদের পাশাপাশি অভিভাবকরাও খেলাধুলা কিংবা ব্যায়াম করার সুযোগ পাবেন। পরে কৃত্রিম টার্ফ মাঠের উদ্বোধন করেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম।