ইন্টারনেটের স্পিড কমে যাওয়ার থেকে খারাপ হয়তো আর কিছুই হয় না

ইন্টারনেটের স্পিড কমে যাওয়ার থেকে খারাপ হয়তো আর কিছুই হয় না। বিশেষত কাজের সময়ে, যখন আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ কোনও কাজ শেষ করার তাড়া রয়েছে, তখন ইন্টারনেট কানেকশন স্লো থাকলে সত্যিই ধৈর্য্য থাকে না। এমন অবস্থায় কী করবেন? তাই আপনার জন্য রইল এমন কয়েকটি উপায়, যাতে আপনি স্লো ইন্টারনেট কানেকশনের সমস্যার হাত থেকে মুক্তি পেতে পারেন।

• আপনার ইন্টারনেট স্পিড পরীক্ষা করুন। অনেক সময়ে এমন হতে পারে যে, আপনি যে ইন্টারনেট প্ল্যানটির পরিষেবা নিচ্ছেন, তার গতি হয়ত অত্যন্ত ধীর। তা হলে, শীঘ্রই আপনার ইন্টারনেট প্যাক বদলান।

• আপনার হার্ডওয়্যারের ট্রাবলশ্যুট করান। ইন্টারনেটের স্পিড স্লো হয়ে গেলে পরিষেবা প্রদানকারীকে দোষ না দিয়ে আপনার মোডেমটিকে একবার রিসেট করুন। এতে সাময়িকভাবে সমস্যার সমাধান হতে পারে।

• যাঁরা ওয়াইফাই ব্যবহার করেন, তাঁরা হয়তো দেখলেন ইন্টারনেট এবং রাউটার হয়তো ঠিক রয়েছে কিন্তু ওয়্যারলেস সিগন্যাল দুর্বল। সেক্ষেত্রে আপনার রাউটারটি পুনরায় রি-পোজিশন এবং বুট করা প্রয়োজন।

• যখন আপনি ব্রাউজারে কোনও অ্যাড্রেস টাইপ করেন (যেমন— এবেলা.ইন), তখন কম্পিউটার নিজে থেকেই ডোমেন নেম সিস্টেম নামে একটি সার্ভিস ব্যবহার করে, যাতে সেই অ্যাড্রেসটি একটি কম্পিউটার ফ্রেন্ডলি আইপি অ্যাড্রেসে পরিবর্তিত হয়। তাই ইন্টারনেট কানেকশন স্লো হলে নতুন ডিএনএস সারভার ব্যবহার করুন।• এতেও যদি কাজ না হয় তাহলে আপনার ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থার সঙ্গে কথা বলুন।

• সপ্তাহখানেক অপেক্ষার পরে যদি দেখেন অবস্থার বিশেষ কো‌নও পরিবর্তন হল না, তা হলে সেই সংস্থা পরিহার করুন।