ইন্টারপোলের বার্ষিক সম্মেলনে যাচ্ছেন ৪ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক : পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের বার্ষিক সম্মেলনে অংশ নিতে ইন্দোনেশিয়ায় যাচ্ছেন পুলিশ সদর দপ্তরের একজন ডিআইজিসহ চারজন ঊর্ধ্বতন কর্মকর্তা। আগামী ৭ নভেম্বর সম্মেলন শুরু হয়ে শেষ হবে ৯ নভেম্বর।

রোববার পুলিশ সদর দপ্তরের ডিআইজি (মিডিয়া ও পরিকল্পনা) এ কে এম শহীদুল হক এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ডিআইজি (অপারেশন) ব্যারিস্টার মাহবুবুর রহমানের নেতৃত্বে চার সদস্যের একটি দল ইন্দোনেশিয়ার বালিতে যাচ্ছেন। আজ রাতেই বালির উদ্দেশে যাত্রা করবেন তারা।

তিনি বলেন, সম্মেলনে সাইবার ক্রাইম, কাউন্টার টেরোরিজম, ব্যাংকিং সেক্টরের মামলাসহ বিভিন্ন বিষয় আলোচনা হবে। দেশে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদসহ বিভিন্ন সমস্যা নিয়ে বালির সম্মেলনে আলোচনা হবে।

সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে যেসব কার্যক্রম গ্রহণ করা হয়েছে সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দল বিষয়গুলো উপস্থাপন করতে পারেন বলে জানা গেছে।

ইন্টারপোলের আগামী বছরের বার্ষিক সভা অনুষ্ঠিত হবে চীনে।

১৯২৩ সালে প্রতিষ্ঠিত এ বিশ্ব সংস্থার ৮৫তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে ইন্দোনেশিয়ার বালিতে। বিশ্বের ১৯০টি দেশ এই সংস্থার সদস্য।