ইন্দোনেশিয়ায় সংঘটিত ভয়াবহ গণহত্যা সম্পর্কে যুক্তরাষ্ট্র ওয়াকিবহাল ছিল

আন্তর্জাতিক ডেস্ক : ৬০-র দশকে ইন্দোনেশিয়ায় সংঘটিত ভয়াবহ গণহত্যা সম্পর্কে যুক্তরাষ্ট্র ওয়াকিবহাল ছিল। তবে এরপরেও দেশটি এ সম্পর্কে একেবারেই নীরব ভূমিকা পালন করেছে। সম্প্রতি প্রকাশিত মার্কিন কিছু গোপন নথিতে এ তথ্য উল্লেখ করা হয়েছে। ১৯৬৫ সালের সেপ্টেম্বর মাসের শেষ দিকে ইন্দোনেশিয়ার কমিউনিস্ট পার্টির নেতা-কর্মীরা সেনাবাহিনীর ছয় জেনারেল হত্যার সঙ্গে জড়িত বলে ‍অভিযোগে তোলা হয়। এরপরই দেশটির কমিউনিস্ট পার্টি ও বাম দলগুলোর বিরুদ্ধে অভিযানে নামে সরকার ও স্থানীয় মুসলিম বাহিনীগুলো। ১৯৬৫ থেকে ১৯৬৬ সালের মধ্যে অন্তত পাঁচ লাখ বাম মতাদর্শিক ব্যক্তিকে হত্যা করা হয়। তবে অনেকের ধারণা নিহতের সংখ্যা ছিল ৩০ লাখ। ১৯৬৫ সালের ২৮ ডিসেম্বর পূর্ব জাভার মার্কিন দূতাবাসের এক কর্মীর টেলিগ্রামে বলা হয়েছে- ‘হত্যার জন্য জনবহুল এলাকার বাইরে সন্দেহভাজনদের নিয়ে যাওয়া হচ্ছে, অন্যদের মতোই তাদের মৃতদেহ নদীতে না ছুড়ে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।’ টেলিগ্রামে আরো বলা হয়েছে, সন্দেহভাজন কমিউনিস্ট বন্দিদের ‘জবাই করতে’ বিভিন্ন বেসামরিক লোকজনের কাছে পাঠানো হতো । ওই বছরেরই ১৭ ডিসেম্বর মার্কিন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারির পাঠানো টেলিগ্রামে ইন্দোনেশিয়ার বিভিন্ন এলাকার কমিউনিস্ট নেতাদের নাম-পরিচয়ের তালিকা ছিল। এরা হয় হত্যার শিকার হয়েছেন কিংবা বন্দি ছিলেন। ইন্দোনেশিয়া ও পূর্ব তিমুর নথি প্রকল্পের প্রতিষ্ঠাতা ও পরিচালক ব্র্যাড সিম্পসন এই নথিগুলো প্রকাশের জন্য চাপ প্রয়োগ করেছিলেন।সিম্পসন বলেছেন, কত লোককে হত্যা করা হয়েছে সেই তথ্য মার্কিন কর্মকর্তারা কতোটা বিস্তারিত জানতেন এই নথিগুলোতে সেটাই দেখা যাচ্ছে। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের গবেষক আন্দ্রিজ হারসনো বলেছেন, তার বিস্তারিত গবেষণায়ও দেখা গেছে মার্কিন সরকার ওই সময় এই হত্যাকাণ্ড নিয়ে জনসম্মুখে কোনো মন্তব্যই করেনি।