ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির অবস্থান ধর্মঘট অব্যাহত রয়েছে

নিজস্ব প্রতিবেদক : শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল থেকেই কর্মসূচি শুরু করেন শিক্ষকরা।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রেশন পাওয়া ইবতেদায়ি মাদ্রাসাগুলো জাতীয়করণের দাবিতে পঞ্চম দিনের মতো ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির অবস্থান ধর্মঘট অব্যাহত রয়েছে।

মাদ্রাসা শিক্ষক সমিতির মহাসচিব মোখলেছুর রহমান বলেন, গত ১০ নভেম্বর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে প্রধানমন্ত্রী বরারব স্মারকলিপি দেওয়া হয়। এরপর ৩১ ডিসেম্বর জাতীয়করণের ঘোষণার আলটিমেটাম দিয়ে কর্মসূচি স্থগিত করা হয়। প্রধানমন্ত্রী ৩০ ডিসেম্বর পর্যন্ত জতীয়করণের সিদ্ধান্ত না নেওয়ায় ১ জানুয়ারি থেকে লাগাতার অবস্থান ধর্মঘট পালন করা হচ্ছে।

প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী জাতীয়করণের ঘোষণা না দেওয়া পর্যন্ত লাগাতার অবস্থান ধর্মঘটসহ অন্যান্য কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি।

সমিতির সভাপতি কাজী রুহুল আমিন চৌধুরীর সভাপতিত্বে অবস্তান ধর্মঘটে উপস্থিত আছেন, সিনিয়র সহসভাপতি তাজুল ইসলাম ফরাজী, যুগ্ম মহাসচিব আবু মুছা ভূঁইয়া, অর্থ সম্পাদক জিয়াউল হক জিয়া প্রমুখ।