‘ইভিএম হতে পারে স্বচ্ছ ভোটের একটি মাপকাঠি’

বাংলাদেশের ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) বিশ্বের সব দেশের ইভিএম থেকে ব্যতিক্রম। ব্যালটে নির্বাচনে অনিয়মের সুযোগ থাকলেও, ইভিএম হতে পারে স্বচ্ছ ভোটের একটি মাপকাঠি। এমন মন্তব্য করেছেন ইভিএম বিশেষজ্ঞরা।

শনিবার (৮ অক্টোবর) সকালে সিলেট প্রেসক্লাব হলরুমে ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে ইভিএম ব্যবহারের যৌক্তিকতা’ শীর্ষক আলোচনা সভা করে ৩১টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার সমন্বয়ে গঠিত ইলেকশন মনিটরিং ফোরাম।

এতে উপস্থিত ছিলেন: ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী, ইভিএম বিশেষজ্ঞ অধ্যাপক ড. আব্দুল জব্বার খান ও অধ্যাপক ড. মাহফুজুল ইসলাম।

সভায় ইভিএম বিশেষজ্ঞ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহফুজুল ইসলাম বলেন, বাংলাদেশের ইভিএম মেশিন বিশ্বের সব দেশের তুলনায় আলাদা। বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল ইভিএমের পক্ষে। তবে কেউ কেউ আবার এটা নিয়ে নানা মন্তব্য করছেন। কিন্তু আমার ওপেন চ্যালেঞ্জ থাকল ইভিএমের একটি দুর্বলতা দেখান। প্রয়োজনে এই মেশিন বদলানো হবে।