ইমানুয়েল ম্যাক্রোই হলেন ফরাসি প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক : সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত ইমানুয়েল ম্যাক্রোই হলেন ফরাসি প্রেসিডেন্ট। ডানপন্থি মেরিন লি পেনকে পরাজিত করে ৩৯ বছর বয়সী ম্যাক্রোই হলেন বিপ্লবোত্তর ফ্রান্সের সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্ট।

গত মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফা ভোটে কেউ ৫০ শতাংশের ভোট বেশি না পাওয়ায় এগিয়ে থাকা দুই প্রার্থী ম্যাক্রো ও পেনের মধ্যে রোববার দ্বিতীয় দফার ভোট হয়। রোববার রাতে ঘোষিত ফলে দেখা গেছে, ম্যাক্রো পেয়েছেন ৬৬ দশমিক শূন্য ৬ শতাংশ ভোট। আর লি পেন পেয়েছেন ৩৩ দশমিক ৯৪ শতাংশ ভোট। দুজনের ভোটের ব্যবধান ছিল প্রায় ৩৩ শতাংশ। অবশ্য এর আগে জনমত জরিপে দেখা গিয়েছিল, লি পেনের চেয়ে ম্যাক্রো ২০ শতাংশ ভোটে এগিয়ে থাকতে পারেন।

১৯৫৮ সালে আধুনিক প্রজাতান্ত্রিক ফ্রান্সের ভিত্তি স্থাপনের পর ম্যাক্রো হচ্ছেন প্রথম ফরাসি প্রেসিডেন্ট যিনি প্রধান দুই রাজনৈতিক ধারার বাইরে থেকে প্রার্থী হয়ে নির্বাচিত হলেন।

ম্যাক্রোর এই বিজয়ে রীতিমতো হাফ ছেড়ে বেঁচেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। কারণ ডানপন্থি ন্যাশনাল ফ্রন্টের নেতা লি পেন অভিবাসন বিরোধিতার পাশাপাশি ব্রিটেনের মতোই ইইউ থেকে ফ্রান্সকে গুটিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছিলেন।

জয়ের খবর প্রকাশ হওয়ার পর রাতে প্যারিসের ল্যুভর মিউজিয়ামের সামনে সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে ম্যাক্রো বলেছেন, ‘ইউরোপ ও বিশ্ব আমাদের দেখছে এবং বিভিন্ন স্থানে হুমকির মুখে থাকা আলোকিত প্রাণের সুরক্ষা দিতে আমাদের জন্য অপেক্ষা করছে।’

তিনি বিভক্ত ও ভঙ্গুর ফ্রান্সকে ঐক্যবদ্ধ করার প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, ‘আপনাদের সামনে যাতে আর চরমপন্থিদের ভোট দেওয়ার কোনো কারণ না আসে সেজন্য যা করার তার সবই আমি করব।’

এক বছর আগেও তার জয়ের সম্ভাবনা কেউ কল্পনাতেও আনেনি উল্লেখ করে ম্যাক্রো বলেন, ‘ প্রত্যেকেই বলেছিল এটা অসম্ভব। কিন্তু ওরাতো ফ্রান্সকে চেনে না।’