ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে ভয়াবহ বন্যায় মারা গেছে ২৫ জন

আন্তর্জাতিক ডেস্ক  ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে ভয়াবহ বন্যায় মারা গেছে ২৫ জন।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে শনিবার জানানো হয়েছে, দেশের চার প্রদেশে টানা ভারি বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় অনেকে নিখোঁজ রয়েছে।

টেলিভিশন ফুটেজে দেখা গেছে, পানিতে তলিয়ে গেছে রাস্তা। বানের তোড়ে ভেসে যাচ্ছে গাড়ি।

তেহরান টাইমসের খবরে বলা হয়েছে, বানের তোড়ে কিছু কিছু স্থানে ভূমিধস হয়েছে। পূর্ব আজারবাইজানের আজব শির ও আজার শাহর এলাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যাকবলিত অন্য প্রদেশগুলো হলো : পশ্চিম আজারবাইজান, জানজান এবং কোর্দেস্তান।

বন্যাকবলিত অঞ্চলে উদ্ধারাভিযান চলছে।