ইরানে আবাবও নির্বাচন করবেন মাহামুদ

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও লড়ছেন আলোচিত এবং সাবেক রাষ্ট্রপতি মাহমুদ আহমাদিনেজাদ। গতকাল বুধবার (১২ মে) তিনি প্রার্থী হিসেবে নিবন্ধন করেন।

চরম রক্ষণশীল এই নেতা ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ছিলেন ইরানের প্রেসিডেন্ট। ২০১৭ সালে তিনি নির্বাচনের করতে চাইলেও সাংবিধানিক পরিষদ খারিজ করে দেয় আবেদন।

এদিকে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি জানিয়েছেন, ১৮ জুন অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে কোনো প্রভাব বিস্তার করবেন না। কারণ, প্রার্থী বাছাই থেকে সরকার গঠন সবকিছুই তার ওপর নির্ভরশীল।

নির্বাচন কমিশনের তথ্য অনুসারে দেশটিতে রয়েছে ৬ কোটির মতো ভোটার। কিন্তু, ফেব্রুয়ারির পার্লামেন্ট নির্বাচনে ছিলো ৪০ বছরের মধ্যে সর্বনিম্ন ভোটার উপস্থিতি।