ইসরায়েলকে উড়িয়ে দিল পর্তুগাল

ক্রিস্টিয়ানো রোনালদো নৈপুণ্যে জয় দিয়েই ইউরোর প্রস্তুতি সারল বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল। প্রীতি ম্যাচে ইসরায়েলকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে সেলেকাওরা। এক ম্যাচ পরে গোলের দেখা পেয়েছেন রোনালদোকে, যা পর্তুগালের জার্সিতে এই সুপারস্টারের ১০৪তম লক্ষ্যভেদ। জোড়া গোল করেছেন ব্রুনো ফার্নান্দেস।

প্রতিপক্ষ তুলনামূলক সহজ দল ইসরায়েল হলেও ৭০ মিনিট ক্রিস্টিয়ানোর চমকপ্রদ ফুটবলে, আশার নতুন আলো ভক্তদের মণিকোঠায়।

ইউরোর আগে শেষ প্রস্তুতি বলেই কিনা সাইড বেঞ্চকে বাজিয়ে দেখা নয়, মূল একাদশে নিয়েই মাঠে সান্তোসের পর্তুগাল। ৪-২-৩-১ ফর্মেশনে শুরু থেকেই প্রতিপক্ষের টুঁটি চেপে ধরে সেলেকাও। যদিও স্তাদিও আলভালাদেতে প্রথম গোল পেতে স্বাগতিক দলকে অপক্ষো করতে হয়েছে ৪২ মিনিট পর্যন্ত। দলীয় বোঝাপড়ায় ক্যান্সেলোর পাসে ব্রুনো ফার্নান্দেসের লক্ষ্যভেদ। এর মিনিট খানেক পর রোনালদোর পায়ে ব্যবধান হয় ২-০।

দ্বিতীয়ার্ধে পর্তুগাল শিবিরের ৬ পরিবর্তন। ৭০ মিনিটে রোনালদোকে উঠিয়ে নেন সান্তোস। অবশ্য তাতে ধার কমেনি সেলেকাওদের আক্রমণে।

ডিফেন্ডার হয়েও এবারের ইউরোতে কে কয়েকজনে বাজি সবার তাদের একজন জোয়াও ক্যান্সেলো। কেন সেটা প্রমাণ করলেন এমন গোলে। আর যোগ করা সময়ের ব্রুনো ফার্নান্দেসের জোড়া গোলে, হালি ব্যবধানের দাপুটে জয় নিয়ে মোক্ষম প্রস্তুতি পর্তুগালের।