ইসরায়েলের বিভিন্ন কারাগারে আটক কয়েক শ বন্দী গণঅনশন শুরু

আন্তর্জাতিক ডেস্ক : কারাগারের বাজে পরিবেশের প্রতিবাদে ইসরায়েলের বিভিন্ন কারাগারে আটক কয়েক শ বন্দী গণঅনশন শুরু করেছে। কারাগারে আটক ফিলিস্তিনি নেতা মারওয়ান বারঘুতির নেতৃত্বে বন্দীরা অনশন করছে। সোমবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দল ফাতাহ’র অন্যতম শীর্ষ নেতা হচ্ছেন বারঘুতি। ধারণা করা হচ্ছে আব্বাসের পর দলের দায়িত্ব বারঘুতির কাঁধেই পড়তে যাচ্ছে।

ইসরায়েলি গণমাধ্যমের খবর অনুযায়ী, ফাতাহ আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট কমপক্ষে ৭০০ বন্দী এই অনশন কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছে।

ইসরায়েলের কারাগারে আটক অধিকাংশই ফিলিস্তিনিই রাজনৈতিক বন্দী। তাদের বিরুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে হামলার অভিযোগ আনা হয়েছে। এসব বন্দীকে নিয়ে ইতিমধ্যে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।