ইসরায়েলের হামলায় আল-জাজিরার অফিস মাটির সাথে মিশে গেছে

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলের একের পর এক বিমান হামলায় দিশেহারা অবরুদ্ধ ফিলিস্তিনের গাজা উপত্যকায়। গাজায় অবস্থিত কাতারভিক্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার অবস্থিত অফিস ইসরায়েলের বোমা হামলায় পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। শনিবার বিমান হামলার ঘন্টা খানেক আগে ইসরায়েলের সামরিক বাহিনী আল-জাজিরার অফিস গুড়িয়ে দেওয়ার হুমকি দেয়।

নিজেদের সংবাদমাধ্যমের অফিসে এমন হামলায় শনিবার তাদের অনলাইনে এমন খবর প্রকাশ করেছে আল-জাজিরা। টুইটারে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে যে, ইসরায়েলের বিমান হামলায় অফিসের ভবনটি মাটির সাথে মিশে গেছে। ধুলো আর ধোয়ায় চার দিকে অন্ধকার হয়ে গেছে।

ওই ভবনে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসের (এপি) কার্যালয়ও ছিল। ইসরায়েল হুমকি দেওয়ায় শনিবারের হামলার এক ঘণ্টা আগেই ভবনটির বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়েছিল। তবে তাৎক্ষণিকভাবে এই হামলায় কোনো হতাহত হয়েছে কি না তা জানা যায়নি।

এদিকে, শনিবার ভোরের দিকে অবরুদ্ধ গাজা উপত্যকার এক শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ওই হামলায় সেখানে আরও ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলার জবাবে ইসরায়েলে পাল্টা রকেট হামলা করেছে গাজা উপত্যকার শাসকগোষ্ঠী হামাস।

অন্যদিক, শুক্রবার সংঘাত ছড়িয়েছে গাজা থেকে বিচ্ছিন্ন ফিলিস্তিনের অপর অংশ পশ্চিম তীরেও। এদিন পশ্চিম তীরেও অন্তত ১১ জন ফিলিস্তিনি নিহত এবং আহত কয়েক শ’। ইসরায়েলি সেনাদের গুলি, কাঁদানে গ্যাস ও রাবার বুলেটে এই হতাহতের ঘটনা ঘটেছে।

২০১৪ সালের পর গাজা ও ইসরায়েলের মধ্যে এতটা ভয়াবহ সংঘাত পরিস্থিতি গত ৭ বছরে তৈরি হয়নি। গত সপ্তাহ থেকে শুরু হওয়া এই সংঘাতে এখন পর্যন্ত গাজায় ৪০ জনের বেশি শিশুসহ অন্তত ১৩৬ জন ফিলিস্তিনি এবং ইসরায়েলে ৮ জন নিহত হয়েছেন।