ইসিতে ‘যোগ্য ও ভালো’ লোক চান নজরুল

জ্যেষ্ঠ প্রতিবেদক :
বর্তমান নির্বাচন কমিশনকে (ইসি) ‘অথর্ব’ অভিহিত করে ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রতিষ্ঠানটিকে ‘স্বাধীন, শক্তিশালী ও নিরপেক্ষ’ করার দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

তিনি বলেন, ‘যে সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হোক না, নির্বাচন কমিশনে যোগ্য, ভালো ও সৎ লোক আনা প্রয়োজন। যারা প্রচলিত আইনের বাইরে না গিয়ে সাংবিধানিক অধিকার রক্ষা করবে।’

তবে দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু হবে না বলেও মত দেন বিএনপির এই নেতা। মঙ্গলবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় কচি-কাঁচা মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভার আয়োজন করে ‘জিয়া শিশু-কিশোর মেলা’।

নজরুল ইসলাম খান বলেন, ‘আলোচনা বড় কথা নয়, সকলের সম্মতি ও পরামর্শ নিয়ে নির্বাচন কমিশন গঠন করতে হবে। এমন লোক দিয়ে নির্বাচন কমিশন গঠন করতে হবে, যারা তাদের মাথা কারো কাছে বন্ধক রাখবে না। একই সঙ্গে মেরুদণ্ড সোজা, প্রচলিত আইনের বাইরে যাবে না, ভালো মানুষ ও সাংবিধানিক অধিকার রক্ষায় দায়িত্ব পালন করবে।’

তিনি বলেন, ‘গণতন্ত্রণের বাহন হলো নির্বাচন। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র এগিয়ে নিয়ে যাওয়া যায়। যারা বর্তমানে নির্বাচন কমিশনে আছেন তারা অথর্ব।’

বিএনপির এই নীতি নির্ধারক আরো বলেন, ‘দেশের মানুষের জীবন-জীবিকার নিরাপত্তা নেই। প্রতিনিয়তই মানুষ খুন, নারী-শিশু নির্যাতিত হচ্ছে, বিচার পাচ্ছে না। এর মূল কারণ হচ্ছে, অপরাধগুলোকে রাজনীতিকরণ করা হচ্ছে।’

নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা মনে করি, অপরাধীকে অপরাধী হিসেবেই চিহ্নিত করা হবে। তাকে গ্রেপ্তার করা হবে, শাস্তি দেওয়া হবে। প্রকৃত অপরাধী আড়ালে থেকে যায় যখন এটিকে রাজনীতিকরণ করে অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা হয়।’

এ সময় তিনি বলেন, ‘জাতীয় কবিও একজন সৈনিক ছিলেন। দখলদার ইংরেজদের বিরুদ্ধে কলম ধরেছেন। জনগণকে উদ্বুদ্ধ করেছেন স্বাধীনতার জন্য। জিয়াউর রহমানও একজন সৈনিক ছিলেন। তিনি চিত্ত বিনোদনের জন্য শিশু পার্ক, প্রতিভা বিকশিত করতে শিশু একাডেমি, নতুন কুড়ি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন।’

এর আগে সংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

আয়োজক সংগঠনের আহ্বায়ক জাহাঙ্গীর শিকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, জাসাসের সাধারণ সম্পাদক মনির খান প্রমুখ।